ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশনল ২০২৫

 


জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - পঞ্চম পত্র

Subject Code: 131601


[আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫ খ্রিঃ)।

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]



ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):


  1. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর: ষোড়শ লুই।

  1. 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটি কে প্রণয়ন করেন? ৯৯%

উত্তর: ফরাসি দার্শনিক মন্টেস্কু।

  1. The Social Contract' গ্রন্থের লেখক কে? ৯৯%

উত্তর: জ্যাঁ জ্যাক রুশো।

  1. টেইলি কি? ৯৯%

উত্তর: টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর।

  1. ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ৯৯%

উত্তর: ১৮০৫ সালে।

  1. 'নেপোলিয়ন কোড' কি? ৯৯%

উত্তর: ১৮০০ সালে নেপোলিয়ন বোনাপার্ট আইনব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত।

  1. ওয়াটার লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?৯৯%

উত্তর: ওয়াটার লু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

  1. সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? ৯৯%

উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় বলে।

  1. পবিত্র চুক্তি কি? ৯৯%

উত্তর: রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার খ্রিস্টধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে।

  1. ফিলকি হিটাইরিয়া কী? ৯৯% অথবা, 'হিটাইরিয়া ফিলকি কি?

উত্তর: গ্রিসের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।

  1. ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলে? ৯৯%

উত্তর: তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়।"

  1. গিলোটিন কী? ৯৯%

উত্তর: গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরচ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন। এই ব্যক্তির নামানুসারে যন্ত্রটি গিলোটিন নামে পরিচিতি লাভ করে।

  1. সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন? ৯৯%

উত্তর: সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র।

  1. বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ। ৯৯%

উত্তর: গ্রিস ও সার্বিয়া।

  1. কখন বলকান লীগ গঠিত হয়? ৯৯%

উত্তর: বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।

  1. ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়? ১৯%

উত্তর: ১৯১৯ সালে

  1. ভার্সাই নগরী কোথায়? ১৯৯%

উত্তর: ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

  1. বাফার স্টেট কী? ৯৯%

'উত্তর: বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্টকে বাফার স্টেট বলে।

  1. উড্রো উইলসন কে ছিলেন? 

উত্তর। আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ছিলেন।

  1. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? ৯৯%

উত্তর: পিটার দি গ্রেটকে।

  1. ডুমা কি? ৯৯%

উত্তর: রাশিয়ার জাতীয় পার্লামেন্ট।








খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions): কে




  • ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝ? ৯৯%

অথবা, ইউরোপীয় কনসার্ট কি?

  • মেটারনিক পদ্ধতি কী ছিল? অথবা, মেটারনিক পদ্ধতি ব্যাখ্যা কর।

  • বাস্তিলের পতনের উপর একটি টীকা লিখ।

  • ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থা বর্ণনা কর। 

  • ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল? অথবা, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল লিখ।

  • তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে সংক্ষেপে লিখ।

অথবা, তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি আলোচনা কর

  • তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল? 

অথবা, তৃতীয় নেপোলিয়নের ব্যর্থতার কারণ কি ছিল?

  • কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও। ৯৯% অথবা, কাউন্ট কাভ্যুর কে ছিলেন?

  • বার্লিন চুক্তি (১৮৭৮) সম্পর্কে একটি টীকা লেখ।

অথবা, বার্লিন কংগ্রেস সম্পর্কে টীকা লিখ।

  • ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ লেখ।

  • গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা কর। ৯৯%

অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিবৃত কর।

  • প্রাচ্য সমস্যা কী? ৯৯% অথবা, প্রাচ্য সমস্যা বলতে কি বুঝ?

  • লীগ অব নেশনস' এর ব্যর্থতার কারণসমূহ লেখ। ৯৯%

অথবা, লীগ অব নেশনসের ব্যর্থতার কারণগুলো আলোচনা কর।

  • এডলফ হিটলারের পরিচয় দাও অথবা, এডলফ হিটলারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

  • ফ্যাসিবাদ কী? অথবা, ফ্যাসিবাদ বলতে কি বুঝ?





গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):



  • ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর। 

অথবা, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বর্ণনা কর।

  • ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের প্রধান কারণ ও ফলাফল বিশ্লেষণ কর। 

অথবা, ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

  • মহাদেশীয় ব্যবস্থা' কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল? আলোচনা কর।

  • অথবা, নেপোলিয়ন বোনাপার্টের 'মহাদেশীয় ব্যবস্থা' বলতে কি বুঝ? নেপোলিয়নের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী?

অথবা, মহাদেশীয় ব্যবস্থা কিছু নেপোলিয়নের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল?

  • 'মেটারনিক যুগ' বলতে কি বুঝ? ইহা কেন ব্যর্থ হয়েছিল? 

  • ভিয়েনা কংগ্রেসের মূলনীতিসমূহ বিশ্লেষণ কর। 

  • কনসার্ট অব ইউরোপের গঠন আলোচনা কর।

অথবা, কনসার্ট অব ইউরোপের গঠন ব্যাখ্যা কর।

  • ফ্রান্সে ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ কর। 

অথবা, ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা কর।

অথবা, ফ্রান্সে ১৮৪৮ সালের 'ফেব্রুয়ারি বিপ্লবের' কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর।

অথবা, ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

  • ইতালি একত্রীকরণে কাউন্ট ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান মূল্যায়ন কর।

অথবা, ইতালি একত্রীকরণে ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান পর্যালোচনা কর।

অথবা, ইতালির একত্রীকরণ কাউন্ট কাভ্যুর ও গ্যারিবন্ডির ভূমিকা আলোচনা কর।

  • গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ঘটনাবলি আলোচনা কর। এর ফলাফল কী হয়েছিল?

অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।

  • মিশরের মুহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের অন্মের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল।

অথবা, মিশরের মুহাম্মদ আলী পাশা এবং অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের যন্দ্বের কারণ ও ফলাফল আলোচনা কর।

  • প্রথম বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

অথবা, সংক্ষেপে বন্ধান যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।

  • প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল?

  • ১৯১৯ সালের ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলো আলোচনা কর।

  • রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা, জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর।

  • অথবা, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহে'র সংক্ষিপ্ত বিবরণ দাও। তাঁকে কেন মুক্তিদাতা বলা হয়?

অথবা, জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর। তাঁকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়?

  • ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস বর্ণনা কর।

  • ১৯৩৩ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।

অথবা, ১৯৩৩ সাল হতে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বৈদেশিক নীতি আলোচনা কর।


*

Post a Comment (0)
Previous Post Next Post