জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি - পঞ্চম পত্র
Subject Code: 131601
[আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫ খ্রিঃ)।
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ষোড়শ লুই।
'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটি কে প্রণয়ন করেন? ৯৯%
উত্তর: ফরাসি দার্শনিক মন্টেস্কু।
The Social Contract' গ্রন্থের লেখক কে? ৯৯%
উত্তর: জ্যাঁ জ্যাক রুশো।
টেইলি কি? ৯৯%
উত্তর: টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর।
ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ৯৯%
উত্তর: ১৮০৫ সালে।
'নেপোলিয়ন কোড' কি? ৯৯%
উত্তর: ১৮০০ সালে নেপোলিয়ন বোনাপার্ট আইনব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত।
ওয়াটার লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?৯৯%
উত্তর: ওয়াটার লু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? ৯৯%
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় বলে।
পবিত্র চুক্তি কি? ৯৯%
উত্তর: রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার খ্রিস্টধর্মের মূলনীতির ভিত্তিতে ইউরোপীয় নেতৃবর্গের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে পবিত্র চুক্তি বলে।
ফিলকি হিটাইরিয়া কী? ৯৯% অথবা, 'হিটাইরিয়া ফিলকি কি?
উত্তর: গ্রিসের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।
ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলে? ৯৯%
উত্তর: তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়।"
গিলোটিন কী? ৯৯%
উত্তর: গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরচ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন। এই ব্যক্তির নামানুসারে যন্ত্রটি গিলোটিন নামে পরিচিতি লাভ করে।
সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন? ৯৯%
উত্তর: সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র।
বলকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ। ৯৯%
উত্তর: গ্রিস ও সার্বিয়া।
কখন বলকান লীগ গঠিত হয়? ৯৯%
উত্তর: বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।
ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়? ১৯%
উত্তর: ১৯১৯ সালে
ভার্সাই নগরী কোথায়? ১৯৯%
উত্তর: ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।
বাফার স্টেট কী? ৯৯%
'উত্তর: বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্টকে বাফার স্টেট বলে।
উড্রো উইলসন কে ছিলেন?
উত্তর। আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ছিলেন।
কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? ৯৯%
উত্তর: পিটার দি গ্রেটকে।
ডুমা কি? ৯৯%
উত্তর: রাশিয়ার জাতীয় পার্লামেন্ট।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions): কে
ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝ? ৯৯%
অথবা, ইউরোপীয় কনসার্ট কি?
মেটারনিক পদ্ধতি কী ছিল? অথবা, মেটারনিক পদ্ধতি ব্যাখ্যা কর।
বাস্তিলের পতনের উপর একটি টীকা লিখ।
ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল? অথবা, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল লিখ।
তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি আলোচনা কর
তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল?
অথবা, তৃতীয় নেপোলিয়নের ব্যর্থতার কারণ কি ছিল?
কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও। ৯৯% অথবা, কাউন্ট কাভ্যুর কে ছিলেন?
বার্লিন চুক্তি (১৮৭৮) সম্পর্কে একটি টীকা লেখ।
অথবা, বার্লিন কংগ্রেস সম্পর্কে টীকা লিখ।
ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ লেখ।
গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা কর। ৯৯%
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিবৃত কর।
প্রাচ্য সমস্যা কী? ৯৯% অথবা, প্রাচ্য সমস্যা বলতে কি বুঝ?
লীগ অব নেশনস' এর ব্যর্থতার কারণসমূহ লেখ। ৯৯%
অথবা, লীগ অব নেশনসের ব্যর্থতার কারণগুলো আলোচনা কর।
এডলফ হিটলারের পরিচয় দাও অথবা, এডলফ হিটলারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
ফ্যাসিবাদ কী? অথবা, ফ্যাসিবাদ বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
অথবা, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বর্ণনা কর।
১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের প্রধান কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
অথবা, ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
মহাদেশীয় ব্যবস্থা' কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল? আলোচনা কর।
অথবা, নেপোলিয়ন বোনাপার্টের 'মহাদেশীয় ব্যবস্থা' বলতে কি বুঝ? নেপোলিয়নের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী?
অথবা, মহাদেশীয় ব্যবস্থা কিছু নেপোলিয়নের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল?
'মেটারনিক যুগ' বলতে কি বুঝ? ইহা কেন ব্যর্থ হয়েছিল?
ভিয়েনা কংগ্রেসের মূলনীতিসমূহ বিশ্লেষণ কর।
কনসার্ট অব ইউরোপের গঠন আলোচনা কর।
অথবা, কনসার্ট অব ইউরোপের গঠন ব্যাখ্যা কর।
ফ্রান্সে ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ কর।
অথবা, ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা কর।
অথবা, ফ্রান্সে ১৮৪৮ সালের 'ফেব্রুয়ারি বিপ্লবের' কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর।
অথবা, ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
ইতালি একত্রীকরণে কাউন্ট ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান মূল্যায়ন কর।
অথবা, ইতালি একত্রীকরণে ক্যাভুর ও গ্যারিবন্ডির অবদান পর্যালোচনা কর।
অথবা, ইতালির একত্রীকরণ কাউন্ট কাভ্যুর ও গ্যারিবন্ডির ভূমিকা আলোচনা কর।
গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ঘটনাবলি আলোচনা কর। এর ফলাফল কী হয়েছিল?
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
মিশরের মুহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের অন্মের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল।
অথবা, মিশরের মুহাম্মদ আলী পাশা এবং অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের যন্দ্বের কারণ ও ফলাফল আলোচনা কর।
প্রথম বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, সংক্ষেপে বন্ধান যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল?
১৯১৯ সালের ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলো আলোচনা কর।
রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর।
অথবা, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহে'র সংক্ষিপ্ত বিবরণ দাও। তাঁকে কেন মুক্তিদাতা বলা হয়?
অথবা, জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারসমূহ আলোচনা কর। তাঁকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়?
ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস বর্ণনা কর।
১৯৩৩ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
অথবা, ১৯৩৩ সাল হতে ১৯৩৯ সাল পর্যন্ত এডলফ হিটলারের বৈদেশিক নীতি আলোচনা কর।
