ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ২০২৫

 


জাতীয় বিশ্ববিদ্যালয়

(বিএ/বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

ভূগোল ও পরিবেশ-পঞ্চম পত্র

Subject Code: 133201

[দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল (বাংলাদেশ ব্যতীত)।

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)



  1. দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম লিখ। ৯৯%

উত্তর: কর্কটক্রান্তি রেখা

  1. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?

উত্তর: পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হলো পামীর মালভূমি। যার উচ্চতা ৪,৮০০ মিটার।

  1. Geography of South Asia" গ্রন্থের একজন লেখকের নাম লিখ। ৯৯%

উত্তর: 'Geography of South Asia' গ্রন্থের লেখকের নাম Bushra Afzal Abbasi.

  1. দক্ষিণ-পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি? ৯৯%

উত্তর: বঙ্গোপসাগর

  1. ছিটমহল কী? ৯৯%

উত্তর: ছিটমহল দ্বারা এমন একটি অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা।

  1. নেপালের রাজধানীর নাম কী? ১৯৯%

উত্তর: নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু।

  1. ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?

উত্তর: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত। এটি এই দুই দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

  1. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? ৯৯%

উত্তর: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ হলো ভারত।

  1. দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? ৯৯%

উত্তর: মালদ্বীপ।

  1. দক্ষিণ এশিয়ার অবস্থিত মরুভূমিটির নাম কী? ৯৯%

উত্তর: থর মরুভূমি

  1. 'থর' মরুভূমি কোথায় অবস্থিত?

উত্তর: 'থর' মরুভূমি দক্ষিণ এশিয়ার ভারতের রাজস্থানে অবস্থিত।

  1. খাইবার গিরিপথ কোথায় অবস্থিত?৯৯%

উত্তর: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে।

  1. এ্যাডামস হিল কোন দেশে অবস্থিত ৯৯

উত্তর: শ্রীলংকা।

  1. পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কী?৯৯%

উত্তর: পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট এভারেস্ট।এর উচ্চতা ৮৮৪৯ মি.।

  1. দাক্ষিণাত্যের মালভূমি” কোন দেশে অবস্থিত?

উত্তর: দাক্ষিণাত্যের মালভূমি ভারতে অবস্থিত।

  1. যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?

উত্তর: যৌথ নদী কমিশন ১৯৭২ সালে গঠিত হয়।

  1. পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপের নাম লেখ।

উত্তর: পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ হলো গঙ্গা ব-দ্বীপ।

  1. শ্রীলংকার জলবায়ু কোন ধরনের?ল ৯৯%

উত্তর: ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। লা.বি. ২০১৬, ২০১৬ (ডিগ্রি)।

  1. দক্ষিণ এশিয়ার একটি স্বর্ণখনির নাম লিখ। ৯৯%

উত্তর: সালেম ও চিত্রোর খনি। 

  1. দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম লেখ। ৯৯%

উত্তর: দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির নাম হলো-সুন্দরবন।

  1. র‍্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ৯৯%

উত্তর: র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এটা ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা।

  1. সিন্ধু নদের উৎস উল্লেখ কর। ৯৯%

উত্তর: সিন্ধু নদের উৎস তিব্বতের মানস সরোবর হ্রদের ১০০ কি. মি. উত্তরে কয়েকটি প্রস্রবণ থেকে।

  1. মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখ। ৯৯%

উত্তর: মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক এবং শীত ও গ্রীষ্মে সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ুপ্রবাহ।

  1. দক্ষিণ এশিয়ার কোন দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধঃ ৯৯%

উত্তর: দক্ষিণ এশিয়ার ভারত খনিজ সম্পদে সমৃদ্ধ।

  1. হিমালয় পর্বতমালা কখন গঠিত হয়েছে?

উত্তর : ভূতাত্ত্বিক টারশিয়ারি যুগে হিমালয় পর্বত গঠিত হয়েছে।

  1. টেথিস কী? ৯৯%

উত্তর: কোটি কোটি বছর পূর্বে যে সাগর থেকে হিমালয় উত্থিত হয়েছিল তার নাম ছিল টেথিস।

  1. জনশুমারি কী? ১৯১৯% অথবা, আদমশুমারি কী?

উত্তর: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে উপলব্ধি করার জন্য সমগ্রকের সব একক থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আদমশুমারি বলে। আদমশুমারি অর্থ হলো মানব গণনাকারী প্রক্রিয়া।

  1. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখ। ৯৯%

উত্তর : জনসংখ্যার ঘনত্ব – মোট পরিমাণ জমির '

  1. পুশব্যাক কী? ৯৯%

উত্তর: পুশব্যাক বলতে বোঝায় কোনো দেশের শরণার্থী যদি অন্য একটি পার্শ্ববর্তী আশ্রয়ের জন্য আসে সেক্ষেত্রে তাদের আশ্রয় না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোকে পুশব্যাক বলে।

  1. দক্ষিণ এশিয়ার কোন দেশে রেলপথ নেই? ১৯৯%

উত্তর: মালদ্বীপ ও ভুটান।

  1. SAFTA-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: SAFTA-এর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area.

  1. দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ কোনটি? ৯৯%

উত্তর: দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ ভারত।

  1. সিন্ধু উপত্যকার প্রধান কৃষিজ ফসলের নাম কী?৯৯%

উত্তর: সিন্ধু উপত্যকার প্রধান কৃষিজ ফসলের নাম হলো গম।

  1. লৌহ ও ইস্পাত উৎপাদনে দক্ষিণ এশিয়ার শীর্ষ দু'টি' দেশের নাম লিখ। ১৯%

উত্তর: ভারত ও পাকিস্তান।

  1. শ্রীলংকার বিখ্যাত পাহাড়টির নাম লিখ।৯৯%

উত্তর: শ্রীলংকার বিখ্যাত পাহাড়টির নাম এ্যাডমস পাহাড়।

  1. মালদ্বীপের অবস্থান কোন মহাসাগরে? ৯৯%

উত্তর: ভারত মহাসাগরে।

  1. অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বুঝ? ৯৯%

উত্তর: কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্য বা ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

  1. সার্কের সদর দপ্তর কোথায়?

কাঠমান্ডুতে অবস্থিত। উত্তর: সার্কের সদর দপ্তর বর্তমানে নেপালের রাজধানী 

  1. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত

উত্তর: নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

  1. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ৯৯%

উত্তর: সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান 1

  1. SAFTA-এর পূর্ণরূপ কি? ৯৯%

উত্তর: SAFTA-এর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area.

  1. দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংঘের নাম কী? ৯৯%

উত্তর: দক্ষিণ এশিার আঞ্চলিক সংঘের নাম হলো সার্ক।




খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)



  • দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লিখ।

  • দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

অথবা, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান লিখ।

অথবা, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান সংক্ষেপে বর্ণনা কর।

  • দক্ষিণ এশিয়ার অথবা, দক্ষিণ এশিয়ার শক্তি সম্পদের উৎপাদন ও বণ্টন আলোচনা কর।

  • দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। অথবা, সুন্দরবনের নামকরণ উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা কর। 

  • দক্ষিণ এশিয়ার ভূ-প্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লেখ এবং মানচিত্রে চিহ্নিত কর। ৯৯% 

  • দক্ষিণ এশিয়ায় জলবায়ু অঞ্চলসমূহ মানচিত্রে চিহ্নিত কর।

  • ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা কর। 

  • দক্ষিণ এশিয়ার পানি সমস্যা সংক্ষেপে লেখ। 

অথবা, দক্ষিণ এশিয়ার পানি সমস্যা সম্পর্কে আলোচনা কর।

  • দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন সংক্ষেপে বর্ণনা কর। 

অথবা, দক্ষিণ এশিয়ার ধানের অঞ্চলগুলোর নাম লিখ।

  • দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। 

অথবা, দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষেপে লিখ।

  • দক্ষিণ এশিয়ার কৃষির বৈশিষ্ট্যসমূহ লেখ। 

  • দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে শিল্পের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর। 

  • দক্ষিণ এশিয়ার নৌপথের সমস্যাসমূহ বর্ণনা কর। 

  • দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দরের ভূমিকা বর্ণনা কর। 

  • সার্কের মূলনীতিসমূহ বর্ণনা কর। অথবা, সার্কের নীতিমালাসমূহ সংক্ষেপে লিখ।

  • সার্ক গঠনের লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করলেও।

অথবা, সার্ক কিং সার্কের গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য আলোয়না কর।

  • সোর্কের লক্ষ্যসমূহ উল্লেখ কর।



গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):



  • দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।

  • দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানিক গুরুত্ব আলোচনা কর।

  • দক্ষিণ এশিয়ার ভূ-প্রকৃতি আলোচনা কর।

অথবা দক্ষিণ এশিয়ার ভূ-প্রকৃতির বর্ণনা কর।

  • দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান নদ-নদীর বর্ণনা দাও।

  • দক্ষিণ এশিয়ার পেট্রোলিয়ামের গুরুত্ব আলোচনা কর।৯৯%

  • দক্ষিণ এশিয়ার লৌয় ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার আলোচনা ফর। 

অথবা, দক্ষিণ এশিয়ায় লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও।

  • দক্ষিণ এশিয়ার বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা কর। 

  • দক্ষিণ এশিয়ার ধান চাষের বণ্টন ও উৎপাদন বর্ণনা কর।

অথবা, দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন ও বণ্টন বর্ণনা কর

  • দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান শিল্পের নাম উল্লেখ কর এবং এদের যেকোনো একটির বিবরণ দাও।

অথবা, দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান শিল্পগুলোর নাম লিখ এবং যেকোন একটি শিল্পের বিবরণ দাও।

  • দক্ষিণ এশিয়ার রেলপথের বিবরণ দাও। 

অথবা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর রেলপথ সম্পর্কে আলোচনা কর

  • সক্ষিন এশিয়ার ইক্ষু চাষের বিস্তরণ ও উৎপাদন আলোচনা কর।

  • দক্ষিণ এশিয়ার জনসংখ্যার বণ্টন আলোচনা কর।

  • সার্কের গঠন সংক্ষেপে লিখ। লক্ষ্য অর্জনে প্রধান প্রধান বাধাগুলি কি কি? নিরপেক্ষভাবে আলোচন

  • আখবা, সার্ক কি? সার্কের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

  • সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর।

  • SAPTA চুক্তি বাস্তবায়নের গুরুত্ব বর্ণনা কর।

  • সার্ক দেশসমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যাসমূহ বর্ণনা কর।


*

Post a Comment (0)
Previous Post Next Post