ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ/বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

মনোবিজ্ঞান-পঞ্চম পত্র

Subject Code: 133401

(শিল্প মনোবিজ্ঞান)

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):



  1. প্রশিক্ষণ কী? ৯৯%

উত্তর: প্রশিক্ষণ হলো- নিয়োজিত কার্যাদীদেরকে তার কাজ, দায়িত্ব সম্পাদনের কলাকৌশল সম্বন্ধে অবহিত করার প্রচেষ্ঠা। কর্মী প্রশিক্ষন সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্থর স্বরূপ।

  1. মার্টিন (১৯৫৭) প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের কয়টি মানদণ্ডের উল্লেখ করেন? ৯৯%

উত্তর: ২টি। যথা- ১. অভ্যন্তরীণ মানদণ্ড ও ২. বাহ্যিক মানদণ্ড।

  1. দুর্ঘটনায় দু'টি পরিস্থিতিমূলক কারণ উল্লেখ কর। ৯৯%

উত্তর: দুর্ঘটনায় দু'টি পরিস্থিতিমূলক কারণ হলো- ১. কারিগরি সমস্যা ও ২. আলো। 

  1. দুর্ঘটনার দুটি পরিস্থিতি নির্ভর কারণ লেখ। ৯৯%

দুর্ঘটনার দুটি পরিবেশ নির্ভর কারণ হলো১. পারিপার্শ্বিক অবস্থা ও দূর্ঘটনার পৌনঃপুন্য ও ২. বায়ুমণ্ডলের অবস্থা।

  1. ILO-এর পূর্ণরূপ কী? ৯৯%

উত্তর: ILO-এর পূর্ণরূপ হলো- International Labor Organization.

  1. কোনো কাজের প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাবকে কী বলা হয়? ৯৯%

উত্তর : কোন কর্মের প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব হচ্ছে কর্ম সন্তুষ্টি।

  1. কখন এবং কোথায় শিল্প বিপ্লব ঘটেছিল? ৯৯%

উত্তর: ১৭৫০-১৮৫০ সালের মাঝামাঝিতে ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটেছিল।

  1. সর্বপ্রথম কোথায় শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে? ৯৯%

উত্তর: বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বপ্রথম শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে।

  1. ফলিত মনোবিজ্ঞান কী? ৯৯%

উত্তর: ফলিত মনোবিজ্ঞান হলো- মনোবিজ্ঞানের যে শাখায় মানসিক কর্ম প্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকেই ফলিত মনোবিজ্ঞান বলে। ফলিত মনোবিজ্ঞানের কয়েকটি উদাহরণ হলো-

  1. 'APA' সর্বপ্রথম কখন শিল্প মনোবিজ্ঞানের শাখা খোলে? ৯৯%

উত্তর : 'APA' সর্বপ্রথম ১৯৪৫ সালে শিল্প মনোবিজ্ঞানের শাখা খোলে।

  1. কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি?% অথবা, কর্ম বিশ্লেষণের প্রধান লক্ষ্য কী?

উত্তর : কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো- কর্ম উপযোগী মানুষ এবং মানুষের উপযোগী কর্ম এ দুয়ের যথার্থ সমন্বয় সাধন কর্ম বিশ্লেষণের প্রধান লক্ষ্য।

  1. হথর্ন গবেষণা কোথায় হয়েছিল? 

উত্তর : ১৯২৭ সালে শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হথর্ন গবেষণা করা হয়েছিল।

উত্তর: সময় অনুধ্যানের উদ্যোক্তা হলেন- ডব্লিউ টেইলার (F. W. Taylor) |

  1. সংকটময় পদ্ধতির প্রবক্তা কে? ৯৯%

উত্তর: Sir Francis (Galton).

  1. WISC-এর পূর্ণরূপ কী? ৯৯% 

উত্তর: WISC-এর পূর্ণরূপ হলো- Wechsler Intelligence Scale for Children.

  1. কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যেকোনো দু'টি মনোবৈজ্ঞানিক অভীক্ষার নাম লিখ। ৯৯%

উত্তর: কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যেকোনো দু'টি মনোবৈজ্ঞানিক অভীক্ষা হলো- ১. বুদ্ধি অভীক্ষা ও ২. ভাষাগত ক্ষমতার অভীক্ষা।

  1. MMPI-এর পূর্ণরূপ কী? ৯৯% 

উত্তর : MMPI-এর পূর্ণরূপ হলো- Minnesota Multiphasic Personality Inventory.

  1. কাহিনী সৎ প্রত্যক্ষণ অভীক্ষার উদ্ভাবক কে? ৯৯%

উত্তর: কাহিনী সৎ প্রত্যক্ষণ অভীক্ষার উদ্ভাবক হলো-Henry A. Murray and Christiana D. Morgan.

  1. মনোবৈজ্ঞানিক সংস্থা কখন স্থাপিত হয়?

উত্তর: মনোবৈজ্ঞানিক সংস্থা ১৮৭৯ সালে উইলহেম উন্ড কর্তৃক স্থাপিত হয়।





খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):



  • কর্মসন্তুষ্টি বলতে কী বোঝায়? অথবা, কর্ম সন্তুষ্টি ও কর্মাচরণ ব্যাখ্যা কর।

  • কর্ম সন্তুষ্টির প্রকৃতি ব্যাখ্যা কর। 

  • দুর্ঘটনা ও নিরাপত্তা বলতে কী বোঝায়? 

  • প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ কর। অথবা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ কর।

অথবা, প্রশিক্ষণ মূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।

  • সুপারিশপত্র ব্যাখ্যা কর। ৯৯% অথবা, কর্মচারী নির্বাচন প্রক্রিয়া হিসাবে সুপারিশ ব্যাখ্যা কর।

  • মনোবৈজ্ঞানিক অভীক্ষা বলতে কী বোঝায়?

অথবা, মনোবৈজ্ঞানিক অভীক্ষা বলতে কি বুঝ?

অথবা, মনোবৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক অভীক্ষা সম্পর্কে টীকা লিখ।

  • শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। ৯৯%

অথবা, শিল্প মনোবিজ্ঞান বলতে কী বুঝায়?

  • গতি অনুধ্যান কী? ৯৯% অথবা, গতি অনুধ্যান বলতে কি বুঝ?

  • সময় অনুধ্যান ব্যাখ্যা কর। ৯৯%

অথবা, সময় ও গতি অনুধ্যান ব্যাখ্যা কর।





গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :



  • ফলিত বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের স্থান নিরূপণ কর। ৯৯%

  • শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর। ৯৯% 

অথবা, শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।

অথবা, শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু বা আওতা সংক্ষিপ্তভাবে আলোচনা কর

  • কর্মচারী প্রশিক্ষণের শ্রবণ-দর্শনমূলক পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, শিল্প ক্ষেত্রে ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে শ্রবণ-দর্শনমূলক পদ্ধতি বর্ণনা কর।

  • কর্মচারী নির্বাচনের পদ্ধতি হিসাবে অভিক্ষেপণ পদ্ধতির বিবরণ দাও।

  • কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যেকোনো একটি মনোবৈজ্ঞানিক অভীক্ষা বর্ণনা কর।

  • পার্থক্যমূলক প্রবণতা অভীক্ষাটি ব্যাখ্যা কর।

  • কর্ম সন্তুষ্টি কীভাবে মূল্যায়ন করা যায় ব্যাখ্যা কর। 

অথবা, কর্ম সন্তুষ্টি পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর।

অথবা, কর্ম সন্তুষ্টির দুর্ঘটনা প্রতিরোধের কৌশলগুলো বর্ণনা কর। 

  • অথবা, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য শিল্প কারখানার গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।

অথবা, দুর্ঘটনায় প্রতিরোধের জন্য কী কী করণীয়? -তা আলোচনা কর।

  • শিল্পক্ষেত্রে দুর্ঘটনার ব্যক্তি নির্ভর উপাদানগুলো সংক্ষেপে লেখ। 

অথবা, শিল্পে দুর্ঘটনার ব্যক্তিগত কারণ ব্যাখ্যা কর।

অথবা, দুর্ঘটনার সংঘটনে ব্যক্তিগত উপাদানসমূহের প্রভাব প্রাসষ্টিক গবেষণা সহকারে ব্যাখ্যা কর।



*

Post a Comment (0)
Previous Post Next Post