ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

দর্শন-পঞ্চম পত্র

Subject Code: 131701

(বাংলাদেশ দর্শন)

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :


  1. বাঙালি কেমন জাতি? ৯৯%

উত্তর: বাঙালি একটি সংকর জাতি।

  1. বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? ৯৯%

উত্তর: গৌতম বৌদ্ধ।

  1. বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?

উত্তর: চারটি।

  1. শ্রীমদ্ভগবদ্গীতা কি? ৯৯%

উত্তর: শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ।

  1. 'সুফি' শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উত্তর: 'আসহাবে-ই-সুফফা' থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে।

  1. শীলভদ্র কে ছিলেন? ৯৯% 

উত্তর: শীলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন।

  1. শ্রী চৈতন্য দেব কে? ৯৯% অথবা, শ্রী চৈতন্য গৌড়ীয় কে?

উত্তর: শ্রী চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা।

  1. বাউল শব্দের অর্থ কি? ৯৯%

উত্তর: বাউল শব্দের অর্থ ভাবের পাগল বা প্রেমের পাগল।

  1. বাউল দর্শনের "চারচন্দ্রভেদ" সাধনা কি? ৯৯%

উত্তর: বাউল দর্শনে চারচন্দ্রভেদ সাধনা বলতে রজঃ, শুক্র, মল ও মূত্র এ চার বস্তু গ্রহণ করাকে বোঝায়।

  1. ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে?৯৯%

উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

  1. উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?৯৯%

উত্তর: রাজা রামমোহন রায়।

  1. কোন বাঙালী দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয়? ৯৯%

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।

  1. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? ১৯৯%

উত্তর: লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

  1. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?

উত্তর: স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হলো- নরেন্দ্রনাথ।

  1. রেনেসাঁ শব্দটির অর্থ কী?

উত্তর: পুনর্জাগরণ বা নবজাগরণ।

  1. উনিশ শতকে নবজাগরণের পথিকৃত কে?৯৯%

উত্তর: রাজা রামমোহন রায়।

  1. বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? ৯৯%

উত্তর: মুসলিম সাহিত্য সমাজ।

  1. নব্য মানবতাবাদের প্রবক্তা কে?৯৯%

উত্তর: নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়।

  1. রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম লিখ।

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম হলো-১. গীতাঞ্জলি ও ২. বলাকা।

  1. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? ৯৯%

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

  1. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?৯৯%

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকু

  1. 'ধূমকেতু' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?৯৯%

উত্তর: ধূমকেতু পত্রিকা ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়।

  1. কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম লিখ।৯৯%

উত্তর: কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাস হলো-বাঁধন হারা (১৯২৭) ও মৃত্যুক্ষুধা (১৯৩০)।

  1. কাজী নজরুল ইসলাম কে ছিলেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন।

  1. কাজী নজরুল ইসলাম কবে, কোথায় জন্মগ্রহণ করেন

উত্তর: কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

  1. কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখ।৯৯%

উত্তর: ১.অগ্নিবীনা ও ২. বিষের বাঁশি।

  1. কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে?৯৯%

উত্তর: 'মানুষের ধর্ম' গ্রন্থে।

  1. "The Spirit of Islam" গ্রন্থটির লেখক কে?৯৯%

উত্তর: সৈয়দ আমীর আলী।.

  1. আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কী?

উত্তর: আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হলো- ইন্দ্রিয়।

  1. 'সত্যের সন্ধানে' কে লিখেছেন?

উত্তর : আরজ আলী মাতুব্বর।

  1. সাহিত্যিকের সাধনা কার লেখা?৯৯%

উত্তর: কাজী আব্দুল ওদুদ (Kazi Abdul Wadud) |

  1. "The Spirit of Islam"- গ্রন্থটি কার লেখা?৯৯%

উত্তর: সৈয়দ আমীর আলীর।

  1. ড. গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়? 

উত্তর: গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ হলো ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়।

  1. ড. জি.সি দেব কে ছিলেন?৯৯%অথবা, ড. গোবিন্দ চন্দ্র দেব কে ছিলেন?

উত্তর: ড. গোবিন্দ চন্দ্র দেব ছিলেন একজন সমন্বয়ী ভাববাদী দার্শনিক।

  1. সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন?৯৯%

উত্তর: সমন্বয়ী ভাববাদের কথা বলেছেন ড. গোবিন্দ চন্দ্র দেব (Dr. Gobinda Chandra Dev) 1

  1. বেগম রোকেয়ার একটি বইয়ের নাম লিখ।

উত্তর: বেগম রোকেয়ার একটি বইয়ের নাম হলো-পদ্মরাগ (১৯২৪)।

  1. 'সুলতানার স্বপ্ন' বইটি কে লিখেন?৯৯%

উত্তর: বেগম রোকেয়া।





খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):



  • আবুল হুসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন সংক্ষেপে ব্যাখ্যা কর।

অথবা, বুদ্ধির মুক্তি আন্দোলনে আবুল হুসেনের ভূমিকা ব্যাখ্যা কর।

  • কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়?

  • রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন আলোচনা কর।

অথবা, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন বর্ণনা কর। 

  • বুদ্ধির মুক্তি আন্দোলন কাকে বলে?

  • আরজ আলী মাতুব্বরকে কি দার্শনিক বলা যায়? ব্যাখ্যা কর। 

  • বাউল দর্শন কী? অথবা, বাউল দর্শন বলতে কি বুঝ?

  • 'এই মানুষে সেই মানুষ আছে' বলতে লালন শাহ্ কি বুঝিয়েছেন?

  • সুফিবাদের চারটি মূলনীতি লিখ। 

  • বৈষ্ণব দর্শন কি? ৯৯% অথবা বৈষ্ণববাদ কাকে বলে?

  • বাংলাদেশ দর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ।

অথবা, বাঙালির দর্শনের চারটি বৈশিষ্ট্য আলোচনা কর।




গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):


  • বাংলাদেশ দর্শন বলতে কী বুঝ? বাংলাদেশ দর্শনের উৎসসমূহ আলোচনা কর।

অথবা, বাঙালি দর্শন বলতে কি বুঝ? বাঙালি দর্শনের উৎসসমূহ ব্যাখ্যা কর।

  • বাউল কারা? বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর। 

অথবা, বাউলদের পরিচয় দাও। বাউল দর্শনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। 

  • বিজ্ঞান, ধর্ম ও মানবকল্যাণ প্রসঙ্গে আরজ আলী মাতুব্বরের ধারণা ব্যাখ্যা ও মূল্যায়ন কর।

  • ফরায়েজি আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০% 

  • বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা কর। 

অথবা, বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বুঝ? বাংলাদেশ দর্শনে এর ভূমিকা বর্ণনা কর। 

  • বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।৯৯% [

  • অথবা, ফরায়েজি আন্দোলন প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।

  • রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আলোচনা কর।

অথবা, সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা কর।

  • কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর।

অথবা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর।

  • বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।

অথবা, বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।

  • মোহাম্মদ বরকতুল্লাহর দর্শন আলোচনা কর। 

অথবা, মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক চিন্তাধারা আলোচনা কর।

  • মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক মতসমূহ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, আবুল হুসেন দার্শনিক চিন্তাধারার একটি রূপরেখা দাও।

  • জি.সি. দেবের সমন্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর।  জি. সি. দেবের দর্শন আলোচনা কর। 

  • অথবা, গোবিন্দ্র চন্দ্র দেবের দর্শন আলোচনা কর।

  • নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। ১৯১%



*

Post a Comment (0)
Previous Post Next Post