জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
রাষ্ট্রবিজ্ঞান-পঞ্চম পত্র
Subject Code: 131901
(বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি)
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন ]
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions
জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? ৯৯%
অথবা, জেলার সর্বোচ্চ ক্ষমতাশালী কর্মকর্তার নাম কি?
উত্তর: জেলা প্রশাসক।
"The Mind and Society" গ্রন্থটির রচয়িতা কে?৯৯%
অথবা, The Mind and Society-গ্রন্থটি কার লেখা?
উত্তর: ভিলফ্রেডো প্যারেটোর লেখা।
"Ancient Society" গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: লুইস হেনরি মর্গান।
স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতির নাম লেখ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ।
উত্তর: ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি।
Little Republic কাকে বলা হতো? ৯৯
উত্তর: প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic.. বলা হতো।
ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? ৯৯%
অথবা, প্রতিটি ইউনিয়নকে কয়টি ওয়ার্ডে ভাগ করা যায়?
উত্তর: ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী? ৯৯%
উত্তর: কর ব্যবস্থা।
১৯৭৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন? ৯৯%
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? ১৯৯০
অথবা, মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর: ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? ৯৯%
অথবা, মৌলিক গণতন্ত্র (Basic Democracy) ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: আইয়ুব খান।
ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন? ৯৯%
উত্তর: লর্ড মেয়ো।
Father of Green Revolution' বলা হয় কাকে? ৯৯%
উত্তর: নরম্যান বোরলগকে।
বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে? ৯৯%
অথবা, বাংলাদেশে উপজেলার সংখ্যা কত?
উত্তর: ৪৯৫টি।
উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?
উত্তর: উপজেলা চেয়ারম্যান।
বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি?
অথবা, বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে?
উত্তর: ১২টি।
উপজেলা পরিষদের উপদেষ্টা কে? ৯৯%
উত্তর: উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৫ বছর।
ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত? ৯৯%
উত্তর: ৩টি পদ
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ৯৯%
উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন? ৯৯%
উত্তর: ২১ জন।
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর। ৯৯%
অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।
উত্তর: ১৯৭৩-১৯৭৮ সাল।
গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।
গ্রামীণ রাজনীতি কি? ৯৯%
উত্তর: গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
গ্রাম্য আদালত কী? ৯৯% অথবা, গ্রাম আদালত কি?
উত্তর: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচারকার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলে।
সালিশ বলতে কী বোঝায়?৯৯% অথবা, সালিশ কী? অথবা, সালিশ বলতে কি বুঝ?
উত্তর: সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
BARD-এর পূর্ণরূপ কী? ১১%
উত্তর: BARD -এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.
গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী? ৯৯%
উত্তর: রক্তসম্পর্কীয় আত্মীয়তা
পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? ৯৯%
উত্তর: প্রধানমন্ত্রী।
BRDB এর পূর্ণরূপ কী? ৯৯%
উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board
বিকেন্দ্রীকরণ কি?৯%
উত্তর: বিকেন্দ্রীকরণ বলতে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনস্বার্থে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনার কর্তৃত্ব স্থানীয় বা নিম্নপর্যায়ে স্থানান্তরকে বোঝায়।
NGO-এর পূর্ণরূপ কী? ৯৯%
উত্তর: NGO -এর পূর্ণরূপ হলো- Non-Governmental Organization.
NICAR-এর পূর্ণরূপ কি? ১৯১%
উত্তর: NICAR -এর পূর্ণরূপ হলো- The National Implementation Committee for Administrative Reorganization.
বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দু'টি NGO এর নাম লিখ।
অথবা, বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দু'টি এনজিওর নাম উল্লেখ কর।
উত্তর: ব্র্যাক, আশা, কেয়ার ও নিজেরা করি।
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ৯৯%
অথবা, বাংলাদেশ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কোনটি?
উত্তর: ইউনিয়ন পরিষদ।
বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি? ৯৯%
উত্তর: বাংলাদেশ সচিবালয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়? অথবা, সিদ্ধান্ত গ্রহণ কি?
স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী?
অথবা, স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
আমৌলিক গণতন্ত্র কী? অথবা, মৌলিক গণতন্ত্র ব্যাখ্যা কর।
পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর।
অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলা আঞ্চলিক পরিষদের কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।
স্থানীয় পরিকল্পনা কী? ৯৯% অথবা, স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
অথবা, স্থানীয় সরকার পরিকল্পনা কাকে বলে?
গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে? গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কি বুঝ?
গ্রামীণ কোন্দল বলতে কী বুঝ অথবা, গ্রামীণ কোন্দল কাকে বলে?
রাজনৈতিক অংশগ্রহণ কী? ৯৯% অথবা, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?
সবুজ বিপ্লব কী? ৯৯% অথবা, সবুজ বিপ্লব বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর।
অথবা, স্থানীয় সরকারের প্রতিবন্ধকতা ও তা দূরীকরণের উপায় আলোচনা কর।
অথবা, স্থানীয় সরকারের সমস্যাবলিসমূহ আলোচনা কর।
গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
অথবা, গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ঐতিহাসিক ক্রমবিবর্তন বর্ণনা কর।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।
ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি বর্ণনা কর।
অথবা, পরিকল্পনা কাকে বলে? পরিল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, পরিকল্পনা কী? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
বাংলাদেশে স্থানীয় সরকারের পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ আলোচনা কর।
বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। ৯৯%
বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।
অথবা, গ্রামীণ সমাজ কাঠামো কী? বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।
বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণগুলো বর্ণনা কর।
বাংলাদেশের পল্লি উন্নয়নে এন.জি.ও-দের ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এন, জি, ও-দের ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওদের গুরুত্ব আলোচনা কর।
বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। রেট
অথবা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহ আলোলন কর।
অথবা, বিকেন্দ্রীকরণের অসুবিধাসমূহ আলোচনা কর।
অথবা, বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর।
