ডিগ্রি ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

রাষ্ট্রবিজ্ঞান-পঞ্চম পত্র

Subject Code: 131901

(বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি)


[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন ]


ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions



  1. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? ৯৯%

অথবা, জেলার সর্বোচ্চ ক্ষমতাশালী কর্মকর্তার নাম কি?

উত্তর: জেলা প্রশাসক।

  1. "The Mind and Society" গ্রন্থটির রচয়িতা কে?৯৯%

অথবা, The Mind and Society-গ্রন্থটি কার লেখা?

উত্তর: ভিলফ্রেডো প্যারেটোর লেখা।

  1. "Ancient Society" গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%

উত্তর: লুইস হেনরি মর্গান।

  1. স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতির নাম লেখ।

অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ।

উত্তর: ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি।

  1. Little Republic কাকে বলা হতো? ৯৯

উত্তর: প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic.. বলা হতো।

  1. ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? ৯৯%

অথবা, প্রতিটি ইউনিয়নকে কয়টি ওয়ার্ডে ভাগ করা যায়?

উত্তর: ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।

  1. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী? ৯৯% 

উত্তর: কর ব্যবস্থা।

  1. ১৯৭৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন? ৯৯%

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

  1. মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? ১৯৯০

অথবা, মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে প্রবর্তন করা হয়?

উত্তর: ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।

  1. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? ৯৯%

অথবা, মৌলিক গণতন্ত্র (Basic Democracy) ব্যবস্থার প্রবর্তক কে?

উত্তর: আইয়ুব খান।

  1. ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন? ৯৯%

উত্তর: লর্ড মেয়ো।

  1. Father of Green Revolution' বলা হয় কাকে? ৯৯%

উত্তর: নরম্যান বোরলগকে।

  1. বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে? ৯৯%

অথবা, বাংলাদেশে উপজেলার সংখ্যা কত?

উত্তর: ৪৯৫টি।

  1. উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?

উত্তর: উপজেলা চেয়ারম্যান।

  1. বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি?

অথবা, বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তর: ১২টি।

  1. উপজেলা পরিষদের উপদেষ্টা কে? ৯৯%

উত্তর: উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।

  1. ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর?

উত্তর: ৫ বছর।

  1. ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত? ৯৯%

উত্তর: ৩টি পদ

  1. পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ৯৯%

উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।

  1. জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন? ৯৯%

উত্তর: ২১ জন।

  1. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ কর। ৯৯%

অথবা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উল্লেখ কর।

উত্তর: ১৯৭৩-১৯৭৮ সাল।

  1. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।

  1. গ্রামীণ রাজনীতি কি? ৯৯%

উত্তর: গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।

  1. গ্রাম্য আদালত কী? ৯৯% অথবা, গ্রাম আদালত কি?

উত্তর: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচারকার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলে।

  1. সালিশ বলতে কী বোঝায়?৯৯% অথবা, সালিশ কী? অথবা, সালিশ বলতে কি বুঝ?

উত্তর: সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।

  1. BARD-এর পূর্ণরূপ কী? ১১%

উত্তর: BARD -এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.

  1. গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী? ৯৯%

উত্তর: রক্তসম্পর্কীয় আত্মীয়তা

  1. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? ৯৯%

উত্তর: প্রধানমন্ত্রী।

  1. BRDB এর পূর্ণরূপ কী? ৯৯% 

উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board

  1. বিকেন্দ্রীকরণ কি?৯%

উত্তর: বিকেন্দ্রীকরণ বলতে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনস্বার্থে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনার কর্তৃত্ব স্থানীয় বা নিম্নপর্যায়ে স্থানান্তরকে বোঝায়।

  1. NGO-এর পূর্ণরূপ কী? ৯৯%

উত্তর: NGO -এর পূর্ণরূপ হলো- Non-Governmental Organization.

  1. NICAR-এর পূর্ণরূপ কি? ১৯১%

উত্তর: NICAR -এর পূর্ণরূপ হলো- The National Implementation Committee for Administrative Reorganization.

  1. বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দু'টি NGO এর নাম লিখ। 

অথবা, বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দু'টি এনজিওর নাম উল্লেখ কর।

উত্তর: ব্র্যাক, আশা, কেয়ার ও নিজেরা করি।

  1. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ৯৯% 

অথবা, বাংলাদেশ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কোনটি?

উত্তর: ইউনিয়ন পরিষদ।

  1. বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি? ৯৯%

উত্তর: বাংলাদেশ সচিবালয়।






খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):



  • সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়? অথবা, সিদ্ধান্ত গ্রহণ কি?

  • স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী? 

অথবা, স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য বর্ণনা কর। 

  • আমৌলিক গণতন্ত্র কী?  অথবা, মৌলিক গণতন্ত্র ব্যাখ্যা কর।

  • পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর। 

অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলা আঞ্চলিক পরিষদের কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।

  • স্থানীয় পরিকল্পনা কী? ৯৯% অথবা, স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?

অথবা, স্থানীয় সরকার পরিকল্পনা কাকে বলে?

  • গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে? গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।

অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কি বুঝ?

  • গ্রামীণ কোন্দল বলতে কী বুঝ অথবা, গ্রামীণ কোন্দল কাকে বলে?

  • রাজনৈতিক অংশগ্রহণ কী? ৯৯% অথবা, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ?

  • সবুজ বিপ্লব কী? ৯৯% অথবা, সবুজ বিপ্লব বলতে কী বুঝ?



গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):


  • বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত কর। 

অথবা, স্থানীয় সরকারের প্রতিবন্ধকতা ও তা দূরীকরণের উপায় আলোচনা কর। 

অথবা, স্থানীয় সরকারের সমস্যাবলিসমূহ আলোচনা কর।

  • গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর। ৯৯%

অথবা, গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।

  • বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ঐতিহাসিক ক্রমবিবর্তন বর্ণনা কর।

  • বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।

  • ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। 

অথবা, ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি বর্ণনা কর।

অথবা, পরিকল্পনা কাকে বলে? পরিল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 

অথবা, পরিকল্পনা কী? একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

  • বাংলাদেশে স্থানীয় সরকারের পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ আলোচনা কর।

  • বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর। 

অথবা, বাংলাদেশে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।

  • বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। ৯৯% 

  • বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর। 

অথবা, গ্রামীণ সমাজ কাঠামো কী? বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।

  • বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণগুলো বর্ণনা কর।

  • বাংলাদেশের পল্লি উন্নয়নে এন.জি.ও-দের ভূমিকা বিশ্লেষণ কর। 

অথবা, বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এন, জি, ও-দের ভূমিকা বিশ্লেষণ কর।

অথবা, বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওদের গুরুত্ব আলোচনা কর।

  • বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। রেট

অথবা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধাসমূহ আলোলন কর।

অথবা, বিকেন্দ্রীকরণের অসুবিধাসমূহ আলোচনা কর।

অথবা, বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর।



*

Post a Comment (0)
Previous Post Next Post