ডিগ্রি
দ্বিতীয় পরীক্ষা-২০২৪
(অনুষ্ঠিত-২০২৬)
বাংলা (আবশ্যিক)
বিষয়:বাংলা
জাতীয় ভাষা :131001
বুলেট সাজেশন ৯৮-১০০% কমন নিশ্চিত .
ক বিভাগ যে কোনো ১০ টি প্রশ্ন উত্তর দাও)
১.'আত্মবিলাপ'
কবিতায় কবি মরীচিকাকে কার সাথে তুলনা করেছেন? ৯৯%
উত্তর: 'আত্মবিলাপ'
কবিতায় কবি মরীচিকাকে আশার সাথে তুলনা করেছেন।
২'ক্ষণপ্রভা'
শব্দের অর্থ কি?
উত্তর: 'ক্ষণপ্রভা'
শব্দের অর্থ বিদ্যুৎ বা বিজলি।
৩.'আত্ম-বিলাপ'
কবিতায় মধুসুদন দত্ত কিসের ছলনার ভুলেছেন?
উত্তর: 'আত্ম-বিলাপ'
কবিতায় কবি আশার ছলনায় ভুলেছেন।
৪.ঐকতান' কবিতায় কার
উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?
উত্তর: চাষি, তাঁতি,
জেলের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে। গাছের ডালে বসে ডাকতো।
৫.'চৈতী হাওয়া'
কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?
উত্তর: 'চৈতী হাওয়া'
কবিতায় কবি তার প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।
৬.'বনলতা সেন'
কবিতায় শিশিরের শব্দের মতো কী আসে?
উত্তর: 'বনলতা সেন'
কবিতায় শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে।
৭.'বনলতা সেন'
কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন? ৯৯%
উত্তর: 'বনলতা সেন'
কবিতায় কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।
৮.ডাহুক' কবিতায়
ডাহুকের ডাকুকে কবি কিসের সাথে তুলনা করেছেন?৯৯%
উত্তর: 'ডাহুক' কবিতায় ডাহুকের ডাককে কবি চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা
করেছেন।
৯.'ডাহুক' কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে?৯৯%
উত্তর: তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে
চলে।
১০.'বার বার ফিরে
আসে' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?৯৯%
উত্তর : 'বার বার ফিরে
আসে' কবিতাটি 'দুঃসময়ের মুখামুখি'
গ্রন্থের অন্তর্গত।
১১.'সোনালী কাবিন'
কবিতায় 'মহুয়ার মাটির বোতল' কথাটি কী অর্থে ব্যবহার করেছেন? ৯৯%
উত্তর: 'মহুয়ার মাটির
বোতল' কথাটি মদজাতীয় পানীয় অর্থে ব্যবহার করেছেন।
১২.রচনার প্রধান গুণ কী?৯৯%
উত্তর: রচনার প্রধান গুণ সরলতা এবং স্পষ্টতা।
১৩.জন ব্রাইট কে?৯৯%
উত্তর: জন ব্রাইট হলেন একজন ইংরেজ মনীষী।
১৪.'তৈল' রচনা অনুসারে সর্বশক্তিমান কে? ৯৯%
উত্তর: যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করতে জানে, সেইসর্বশক্তিমান।
১৫.রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? ১০%
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'।
১৬.প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন? ৯৯%
উত্তর: প্রকৃত যৌবন বলতে লেখক মানসিক
যৌবনকেবুঝিয়েছেন।
১৭.যৌবনে দাও রাজটীকা' প্রবন্ধে কোন যুবরাজকে তোগের অবতার বলা হয়েছে ৯৯%
উত্তর: 'যৌবনে দাও
রাজটীকা' প্রবছে কৌশামির বুবরাজ উদয়নকে ভোগের অবতার বলা
হয়েছে।
১৮.বাংলার জাগরণ' প্রবন্ধে কাকে আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? ৯৯%
উত্তর: আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ
হলেন রাজা রামমোহন রায়।
১৯.রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধটি লেখক কোথায় বসে রচনা করেছিলেন?
উত্তর: 'রাজবন্দীর
জবানবন্দী' প্রবন্ধটি কবি কাজী নজরুল জেলখানায় বসে রচনা
করেন।
২০.'রাজবন্দীর
জবানবন্দী' প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা
হয়েছে? ৯৯%
উত্তর: 'রাজবন্দীর
জবানবন্দী' প্রবন্ধে লেখককে রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত
করা হয়েছে।
২১.কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
উত্তর: সংস্কৃতিবান মানুষেরা নিজের স্বর্গ
নিজেই সৃষ্টি। করে নেয়।
২২.শিখা পত্রিকার মূলমন্ত্র কী?
উত্তর: শিখা পত্রিকার মূলমন্ত্র হলো- "স্বখান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব।"
২৩.'একরাত্রি'
গল্পের নায়ক কী হতে চেয়েছিল?
উত্তর: 'একরাত্রি'
গল্পের নায়ক জজ আদালতের হেডক্লার্ক হতে চেয়েছিল।
২৪.পুই মাচা' গল্পে
মুখুয্যে বাড়ির ছোট খুকীর নাম কী? ৯৯%
উত্তর: 'পুই মাচা'
গল্পে মুখুয্যে বাড়ির ছোট খুকীর নাম দুর্গা।
২৫.কোন মাসে ক্ষেন্তির বসন্ত হয়েছিল?
উত্তর: ফাল্গুন মাসে ক্ষেন্তির বসন্ত হয়েছিল।
২৬.ক্ষেন্তি কোন রোগে মারা যায়? অথবা, ক্ষেন্তি কী রোগে মৃত্যুবরণ করে?
উত্তর: ক্ষেন্তি বসন্ত রোগে মারা যায়
২৭.কলিমন কে? ৯৯%
উত্তর: রজবের স্ত্রীর নাম কলিমন।
২৮.প্রাগৈতিহাসিক' গল্পের নায়ক কে? ৯%
উত্তর: 'প্রাগৈতিহাসিক'
গল্পের নায়ক ভিখু।
২৯.'প্রাগৈতিহাসিক'
গল্পটি কত সালে প্রকাশিত হয়? ৯৯%
উত্তর: 'প্রাগৈতিহাসিক'
গল্পটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
৩০.নয়নচারা গ্রামের নদীটির নাম কী?
উত্তর: নয়নচারা গ্রামের নদীটির নাম ময়ূবাক্ষী
নদী।
৩১.রাস্তাতে গরালির কতটুকু জমি চলে যায়?
উত্তর: রাস্তাতে গহুরালির দুইকুড়া জমি চলে
যায়।
৩২.'পথ জানা নাই'
গল্পের রচয়িতা কে?
উত্তর: 'পথ জানা নাই'
গল্পের রচয়িতা শামসুদ্দীন আবুল কালাম।
৩৩.আত্মজা ও একটি করবী গাছ' গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে?
উত্তর: হিম ফুটে আছে রাহাত খানের বাড়ির টিনের
চালে আর চাঁদ নারকেল গাছের মাথায় ফুটে আছে।
৩৪.একটি ব্যক্তিগত পত্রে প্রধানত কয়টি অংশ
থাকে?৯৯%
উত্তর: ব্যক্তিগত পত্রের ৬টি অংশ থাকে।
৩৫.যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি
তাকে কী ভাষা বলে? ৯৯%
উত্তর: যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা
বলি তাকে চলিত ভাষা বলে।
৩৬.বাংলা একাডেমি বাংলা বানানোর নিয়ম নির্ধারণ
করে কত সালে?
উত্তর: বাংলা একাডেমি বাংলা বানানোর নিয়ম
নির্ধারণ করে ১৯৯২ সালে।
৩৭.'শান্তনা'
বানানটির শুদ্ধরূপ লেখ।
উত্তর: 'শান্তনা'
ব্যূনানটির শুদ্ধরূপ সান্ত্বনা।
৩৮.শুদ্ধ বানান লিখ: উপরোক্ত, অপরাহ্ন, বিশম, গীতাঞ্জলী।
৯৯%
উত্তর: উপরিউক্ত, অপরাহ্ণ, বিষম, গীতাঞ্জলি।
খ বিভাগ যে কোন ৫টি প্রশ্ন উঃ দাও
১.আত-বিলাপ' কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হলয়ের পরিচয় দাও। ১০০%
২.'ঐকতান' কবিতায় কবি কাদের বন্দনা করেছেন এবং কেন? ১০০%
৩.কবি 'ঢাহক' কবিতায়
ডাহুকের সুরে কীভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন।
৪.চৈতী হাওয়া' কবিতা অনুসরণে কবির প্রিয়ার
জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও ১০০%
৫."কালের কেঁদার টানে
সর্বশিল্প করে ঘর/খর কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর" ব্যাখ্যা কর। ১০০%
৬.বিষয় অনুসারেই রচনার
ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত' বলতে লেখক কী বুঝিয়েছেন?
৭.বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্টরীতি বলতে কী বুঝিয়েছেন। ১০০%
৮."মানুষের মধ্যে যা কিছু
শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধে! বন্ধ হতে পারে না, তা কূপণের অবরুদ্ধ
৯.ভান্ডারের নয়।"- 'সভ্যতার সংকট' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
১০.আমি রাজার বিরুদ্ধে
বিদ্রোহ করি নাই, অন্যায়ের
বিরুদ্ধে বিদ্রোহ করেছি।"-ব্যাখ্যা কর। ১০০%
১১.ধর্ম সাধারণ লোকের
কালচার, আর
কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।"-ব্যাখ্যা কর। ১০০%
১২.'আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের
তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি।'-উক্তিটির
তাৎপর্য তুলে ধর। ১০০%
১৩.'হমুর কেবলা' গল্প অবলম্বনে এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৪.নতুন সড়ক নির্মাণের
স্বপ্নে বিভোর গহুরালির অনুভূতি বর্ণনা কর।
১৫.তোলার কলেজে বাংলা
নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।
১৬.কোনো বেসরকারি
মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ। ১০০%
১৭.কোনের শিল্প
প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক'
পদে নিয়োগ প্রাপ্তির জন্য কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা
কর। ১০০%
১৮.ষ-ত্ব বিধানের যে কোনো
চারটি নিয়ম উদাহরণসহ লেখ। ১০০%
১৯.ণত্ব বিধানের যেকোনো
চারটি নিয়ম উদাহরণসহ লেখ। ১০০%
গ বিভাগ যে কোন ৫টি প্রশ্ন উঃ দাও
১.ঐকতান কঞ্চিতা অবলম্বনে
রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবনভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
২.কাজী নজরুল ইসলামের 'চৈতী হাওয়া' কবিতায় কীভাবে বিরহব্লিউ প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা
কর। ১০০%
৩.বনলতা সেন' কবিতার নামকরণের সার্থকতা
নিরক্ষণ কর।
৪.'বার বার ফিরে আসে' কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা কর। ১০০%
৫..'সোনালী কাবিন। ৫' কবিতায় কবি আল মাহমুদের যে মানসচেতনা ও জীবনবোধের পরিচয় পাওয়া যায় তা
আলোচনা কর। ১০০%
৬.তৈল' প্রবন্ধ অনুসারে এর অসামান্য
মহিমা বর্ণনা কর।
৭.ইংরেজ জাতি ও তার
ঔদার্যের প্রতি জীবনের গ্রামিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন।" 'সভ্যতার তোমার মতামত
দাও।" ১০০%
৮.'যৌবনে দাও রাজটিকা' প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
৯.কাজী আবদুল ওদুদের 'বাংলার জাগরণ' প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।
১০.মোতাহের হোসেন চৌধুরীর
'সংস্কৃতি-কথা'
প্রবন্ধের মূলবক্তব্য লেখ। ১০০%
১১.প্রেমের গল্প হিসেবে 'একরাত্রি' গল্পটির শিল্প সার্থকতা আলোচনা কর।
১২.'ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও
অস্তিত্ববাদী।" মন্তব্যটির আলোকে 'প্রাগৈতিহাসিক' গল্পের ভিখু চরিত্র আলোচনা ১০০%
১৩.নয়নচারা' গল্পে নগরজীবনের স্বার্থাদ্ধ
বিকৃত রূপ সম্পর্কে আয়ুর মনে যে ধারণা জন্মেছে, সে বিষয়ে
তোমার অভিমত ব্যক্ত কর।
১৪.আত্মজা ও একটি করবী
গাছ' গল্পের
নামকরণের সার্থকতা বিচার কর। ১০০%
১৫.সাধু ভাষা ও চলিত ভাষা
কাকে বলে? সাধু
ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
১৬.উদাহরণসহ 'ই-কার' এবং 'ঈ-কার' ব্যবহারের
পাঁচটি করে নিয়ম লেখ। ১০০%
বাংলা অনুবাদ কর
১.those who help themselves. So everybody must
rely on his own abilities to be self-reliant. A self-reliant man has confidence
in his own abilities ১০০%
২.Time is an invaluable wealth, Many people do not
know the value of time. They do not know that time is life. So, we should not waste
time even for a while. Lost time never comes back. The student who does not
know the value of time cannot be successful. Time and tide wait for none ১০০%