জাতীয় বিশ্ববিদ্যালয়
(বিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা-২০২৪ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
Subject Code: 221001
Subject Name: History of Bengali Literature -1 (Ancients and Medieval)
বাংলা সাহিত্যের ইতিহাস-১ (প্রাচীন ও মধ্যযুগ)
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]
বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);
আসুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকালসীমা উল্লেখ কর।
উত্তর: সুনীতিকুমার চট্টপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকালসীমা ৯৫০-১২০০ সাল।
ODBL-এর পূর্ণরূপ কী?
উত্তর: ODBL-এর পূর্ণরূপ হলো- The Origin and Development of The Bengali Language.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কত? ৯৯%
উত্তর: বাংলা সাহিত্যের সূচনাকাল ৬৫০ খ্রিষ্টাব্দ।
চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেছেন কে? ৯৯%
উত্তর: চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? ৯৯%
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ সম্পর্কিত গ্রন্থের নাম লেখ। ৯৯%
উত্তর: 'Buddhist Mystic Songs.'
চর্যাপদ কে আবিষ্কার করেন? ৯৯%
উত্তর: চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ। শাস্ত্রী।
'চর্যাচর্যবিনিশ্চয়ে' মোট কতজন পদকর্তার পরিচয় পাওয়া
উত্তর: 'চর্যাচর্যবিনিশ্চয়ে' মোট ২৩ জন মতান্তরে ২৪ জন পদকর্তার পরিচয় পাওয়া যায়।
চর্যা শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: চর্যা শব্দের অর্থ আচরণ।
চর্যার প্রাপ্ত পুঁথিতে মোট কতটি পদ পাওয়া গেছে? ৯৯%
উত্তর: সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
চর্যাপদের পদকর্তা কত জন?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ২৩ জন এবং ড. সুকুমার সেনের মতে ২৪ জন।
চর্যার প্রথম পদটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: চর্যার প্রথম পদটি লুইপা'র লেখা।
চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সংগীত? ৯৯%
উত্তর: চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সংগীত।
চর্যাপদের মহিলা কবি কে ছিলেন? ৯৯%
উত্তর: চর্যাপদের মহিলা কবি ছিলেন কুকুরী পা।
চর্যাপদে ডোম্বীর বাস কোথায়?
উত্তর: চর্যাপদে ডোম্বীর বাস নগরের বাহিরে।
অন্ধকার যুগের কালসীমা উল্লেখ কর। ৯৯%
উত্তর: বাংলা সাহিত্যে কথিত 'অন্ধকার যুগ'-এর কালসীমা ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।"-উক্তিটি | কার? ৯৯%
উত্তর: উক্তিটি চণ্ডীদাসের।
শূন্যপুরাণ-এর রচয়িতা কে? ৯৯%
উত্তর: শূন্যপুরাণ-এর রচয়িতা রামাই পণ্ডিত।
শূন্যপুরাণ কী? ৯৯%
উত্তর: সংস্কৃত ভাষায় গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
'সেক শুভোদয়া'র রচয়িতার নাম লেখ। ৯৯%
উত্তর: হলায়ুধ মিশ্র।
সেক শুভোদয়া কী? ৯৯%
উত্তর: সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে মিশ্রিত চম্পুকাব্য।
মধ্যযুগের শেষ কবি কে? ৯৯%
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।
মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ৯৯%
উত্তর: মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? ৯৯%
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকরকে নাগরিক কবি বলা হয়।
মধ্যযুগে মুসলিম কবিরা সাধারণত কোন জাতীয় সাহিত্য বেশি রচনা করেছিলেন? ৯৯%
উত্তর: মধ্যযুগের মুসলিম কবিরা রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় সাহিত্য বেশি রচনা করেছিলেন।
"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।"-উক্তিটি কোন পদকর্তার?
উত্তর: জ্ঞানদাসের।
'সতীময়না-লোর চন্দ্রানী' গ্রন্থের রচয়িতা কে? ৯৯%
উত্তর: 'সতীময়না-লোরচন্দ্রানী' গ্রন্থের রচয়িতা দৌলত
কোন কবি 'মৈথিল কোকিল' নামে খ্যাত? ৯৯%
উত্তর: কবি বিদ্যাপতি 'মৈথিল কোকিল' নামে খ্যাত।
জঙ্গনামা' কোন ধরনের কাব্য? ৯৯%
উত্তর: 'জঙ্গনামা' এক ধরনের যুদ্ধকাব্য।
নবীবংশ' কে রচনা করেন? ৯৯%
উত্তর: 'নবীবংশ' কাব্যের রচয়িতা সৈয়দ সুলতান।
দৌলত উজির বাহরাম খাঁন কোন বিদেশী কবির কাব্য থেকে 'লায়লী-মজনু' কাব্যটি অনুবাদ করেন? ৯৯%
উত্তর: পারসি কবি আব্দুর রহমান জামির এর কাছ থেকে।
'মনসামঙ্গল' কাব্যের আদিকবি কে? ৯৯%
উত্তর: 'মনসামঙ্গল' কাব্যের আদিকবি কানা হরিদত্ত।
'অন্নদামঙ্গল' মধ্যযুগের কোন পর্যায়ে রচিত? ৯৯%
উত্তর : 'অন্নদামঙ্গল' (১৭৫২-১৭৫৩) মধ্যযুগের শেষ পর্যায়ে রচিত। অর্থাৎ আঠারো শতকে রচিত।
চৌতিশা কি? ৯৯%
উত্তর: বিপন্ন নায়ক-নায়িকা চৌত্রিশ অক্ষরে ইষ্টদেবতার যে স্তব রচনা করে, তাকে বলে চৌতিশা। ব্যঞ্জনবর্ণ (ক থেকে হ) পদের আদিতে প্রয়োগ করে চৌতিশা রচিত হতো।
চন্দ্রাবতী কে? ৯৯%
উত্তর : দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী, মধ্যযুগের বিশিষ্ট মহিলা কবি এবং রামায়ণের বাংলা অনুবাদক।
ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দেন কে? ৯৯%
উত্তর: ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দেন নবদ্বীপের *রাজা কৃষ্ণচন্দ্র।
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?৯৯%
উত্তর: কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রাজার সভাকবি ছিলেন।
ভারতচন্দ্র রায়গুণাকর কোন আমলের কবি ছিলেন?
উত্তর: অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ কবি
মহাভারতের রচয়িতার নাম লেখ। ৯৯%
উত্তর: মহাভারতের রচয়িতার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
'মহাভারত'-এর প্রথম অনুবাদক কে? ৯৯%
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর।
রামায়ণের আদি রচয়িতা কে? ৯৯%
উত্তর: রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি
বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক কে? ৯৯%
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা।
রামায়ণের অনুবাদক কে?
উত্তর: কবি কৃত্তিবাস ওঝা।
রামায়নের মহিলা অনুবাদক কে?
উত্তর: চন্দ্রাবতী।
কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম কী? ৯৯%
উত্তর: 'চন্দ্রাবতী'।
শ্রীচৈতন্যদেব 'শ্রীচৈতন্য-ভাগবত' গ্রন্থটি কে রচনা করেন? ৯৯%
উত্তর: শ্রী চৈতন্য-ভাগবত' লিখেছেন বৃন্দাবন দাস।
"শ্রীচৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত জীবনী সাহিত্যের একজন কবির নাম লেখ। ৯৯%
উত্তর: শ্রীচৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত জীবনী সাহিত্যের একজন কবির নাম 'বৃন্দাবন দাস'।
কড়চা' কি জাতীয় রচনা?
উত্তর: কড়চা হলো শ্রীচৈতন্য জীবনীগ্রন্থ জাতীয় রচন
'চৈতন্যচরিতামৃত' গ্রন্থের রচয়িতা কে? ৯৯%
উত্তর: শ্রীচৈতন্যচরিতামৃত-এর রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ।
'মৈমনসিংহ গীতিকা'র সম্পাদকের নাম লেখ। ৯৯%
উত্তর: 'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা করেন ড. দীনেশ চন্দ্র সেন।
'মৈমনসিংহ গীতিকা'র একটি পালার নাম লেখ।৯৯%
উত্তর: 'মৈমনসিংহ গীতিকা'র একটি পালার নাম 'মহুয়া পালা'।
'দেওয়ানা মদিনা' পালার রচয়িতা কে?৯৯%
উত্তর: 'দেওয়ানা মদিনা' পালার রচয়িতা মনসুর বয়াতি।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম লিখ।
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ কর।
উত্তর: বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা ১৩৪২ থেকে ১৫৭৫ সাল পর্যন্ত।
'শ্রীকৃষ্ণবিজয়'-এর রচয়িতা কে?৯৯%
উত্তর: মালাধর বসু।
কবি মালাধর বসু কার কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন?৯৯%
উত্তর: কবি মালাধর বসু গৌড়ের সুলতানের কাছ থেকে 'গুণরাজখান' উপাধি লাভ করেন।
গুলে বকাওলী' কাব্যটি কে রচনা করেন?৯৯%
উত্তর: 'গুলে বকাওলী' কাব্যটি নওয়াজিস খান রচনা করেন।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১৯০৯ সালে আবিষ্কৃত হয়।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন? ৯৯%
উত্তর : 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে? ৯৯%
উত্তর: মোট ১৩টি খণ্ডে বিভক্ত।
'গীতগোবিন্দ' কার লেখা? ৯৯%
উত্তর: 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতার নাম জয়দেব।
চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? ৯৯%
উত্তর: চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত।
'চণ্ডীমঙ্গল' কাব্য কয়খণ্ডে রচিত? ৯৯%
উত্তর: 'চণ্ডীমঙ্গল' কাব্য তিন খণ্ডে রচিত।
মধ্যযুগের কোন কবি 'মৈথিল কোকিল' নামে খ্যাত?
উত্তর: বিদ্যাপতি 'মৈথিল কোকিল' নামে খ্যাত
মিথিলার রাজসভার সভাকবি কে? ৯৯
উত্তর: মিথিলার রাজসভার সভাকবি ছিলেন বিদ্যাপতি।
ব্রজবুলির প্রধান কবি কে? ৯৯%
উত্তর: ব্রজবুলি ভাষার প্রধান কবি বিদ্যাপতি।
আলাওল রচিত একটি কাব্যের নাম লেখ। ৯৯%
উত্তর: 'পদ্মাবতী'।
রামনিধিগুপ্ত কোন ধরনের গান রচনা করেছেন?
উত্তর: বাংলা টপ্পা গান রচনা করেছেন।
পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় একজন কবির নাম লিখ। ৯৯
উত্তর: পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
কাহ্নপা সম্পর্কে সংক্ষেপে লেখ। অথবা, কাহ্নপা'র পরিচয় দাও।
চর্যাপদের ভাষাকে 'সান্ধ্যভাষা' কেন বলা হয়? অথবা, "সান্ধ্যভাষা" কি?
চর্যাপদে বর্ণিত সমাজচিত্র সংক্ষেপে লেখ।
"বৈষ্ণব পদাবলি সীমিত অর্থে গীতিকবিতা।"- কেন?
অথবা, বৈষ্ণব পদাবলি কোন অর্থে গীতিকবিতা? আলোচনা কর।
মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
চৈতন্যযুগ কী? এ যুগের বৈশিষ্ট্যসমূহ লিখ।
'ধাঁধা' সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, বাংলা লোকসাহিত্যের ধাঁধাঁ সম্পর্কে টীকা লিখ।
রূপকথা ও উপকথা বলতে কী বোঝ?
শাহ মুহম্মদ সগীরের সংক্ষিপ্ত পরিচয় দাও।
'ব্রজবুলি' কী? ৯৯% অথবা, ব্রজবুলি ভাষার স্বরূপ নির্ণয় কর।
শূন্যপরাণ কী? সংক্ষিপ্ত পরিচয় দাও। ৯৯%
কবিগানের বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র? সংক্ষেপে তার পরিচয় দাও। ৯৯%
দোভাষী পুঁথি'র সংক্ষিপ্ত পরিচয় দাও। ৯৯%
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলোর পরিচয় দাও।
অথবা, প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও।
'চর্যাপদের ভাষা কি বাংলা?' যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো।
অথবা, চর্যাপদের ভাষা বাংলা, বঙ্গকামরূপী না তিব্বতী? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
বাংলা সাহিত্যের ইতিহাসে 'অন্ধকার যুগ' সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করা
মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ আলোচনা করে চন্ডীমঙ্গল ধারার প্রধান কবিদের কাব্যকীর্তির পরিচয় তুলে ধরো।
মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলির প্রধান প্রধান কবির অবদান আলোচনা করো।
অথবা, মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান বর্ণনা কর।
মধ্যযুগের সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব আলোচনা কর।
অথবা, শ্রীচৈতন্যদেব কোনো কাব্য রচনা না করেও মধ্যযুগের বাংলা সাহিত্যে যে প্রভাব বিস্তার করেছেন
বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস একজন না একাধিক? যুক্তিসহ আলোচনা কর।
অথবা, বাংলা সাহিত্যে 'চণ্ডীদাস সমস্যা' সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
কবিগানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও।
অথবা, মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও
মধ্যযুগের মুসলিম কবিদের রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার মূল্যায়ন করো।
অথবা, মধ্যযুগের বাংলা প্রণয়োপখ্যানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা সম্পর্কে আলোচনা করো।
অথবা, আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা সম্পর্কে একটি পরিচিতিমূলক আলোচনা কর।
মধ্যযুগের বাংলা সাহিত্য বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা আলোচনা করো।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি নাটকীয় গুণ
সম্পন্ন।' এ বিষয়ে তোমার অভিমত তুলে ধর।
সুলতানী আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর।
অথবা, সুলতানি আমলে কিভাবে বাংলা সাহিত্যের সমৃদ্ধি ঘটেছে তা আলোচনা কর।
