জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
অর্থনীতি-পঞ্চম পত্র (বিকল্প)
Subject Code: 132203
(জনবিজ্ঞান)
সর্বশেষ চূড়ান্ত সাজেশন
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
জনবিজ্ঞান কি? ৯৯%
উত্তর: জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয়, যেখানে জন্ম, বিবাহ, মৃত্যু এবং জন স্থানান্তর সংক্রান্ত তত্ত্ব ও তথ্য পর্যালোচনা করা হয়।
জনবিজ্ঞানের জনক কে?৯৯%অথবা, জনবিজ্ঞান বিষয়ের মূল প্রবক্তা কে?
উত্তর : জন গ্র্যান্ট (John Graunt)-কে জনবিজ্ঞানের জনক বলা হয়।
জনসংখ্যা বা Population কাকে বলে?৯৯%অথবা, জনসংখ্যা কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বা Population বলে
শুমারি কাকে বলে? ৯৯%
উত্তর: শুমারি হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশে অথবা দেশের এলাকার সকল ব্যক্তির জনসংখ্যাতাত্ত্বিক আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, মূল্যায়ন, বিশ্লেষণ এবং প্রকাশনার একটি সামগ্রিক প্রক্রিয়া।
আদমশুমারি কী? ৯৯ অথবা, জনশুমারি কাকে বলে?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, পেশাগত এবং জন্ম-মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদমশুমারি বলে।
বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারী গণনা করা হয়? ৯৯%
উত্তর: বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয়।
আদমশুমারির উদ্দেশ্য কী? ৯৯%
উত্তর: জন্ম ও মৃত্যুহার, স্ত্রী-পুরুষের অনুপাত, শিক্ষার হার, কর্মসংস্থানের পরিমাণ, বেকার লোকের পরিমাণ জানাই আদমশুমারির প্রধান উদ্দেশ্য।
ডি-ফ্যাক্টো পদ্ধতি কী? ৯৯%
উত্তর: একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ঐ রাতে যে যেখানে আছে সেখানে জনসংখ্যা গণনা করার পদ্ধতিকে ডি-ফ্যাক্টো পদ্ধতি বলে।
শুমারি রাত কি? ৯৯%
উত্তর: একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করে ঐ রাতে যে যেখানে আছে সেখানে জনসংখ্যা গণনা করলে ঐ রাতকে শুমারি রাত বলে।
জনসংখ্যা ভূগোল কাকে বলে? ১৯%
উত্তর: যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশের তারতম্য হেতু জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয়।
জনমিতিক উপাত্ত কী?
উত্তর: জন পরিসংখ্যানিক কোন অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিতিক উপাত্ত বা জনবিজ্ঞান তথ্য বলে।
জনমিতিক নমুনা জরিপ কী?
উত্তর: জনমিতিক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট প্রশ্নমালার সাহায্যে, উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে জনমিতিক নমুনা জরিপ বলে।
জনসংখ্যার ঘনত্ব কীভাবে পরিমাপ করা হয়?
উত্তর: জনসংখ্যার ঘনত্ব: মোট আয়তন।
জনসংখ্যা কাঠামো কি?
উত্তর: জনসংখ্যা কাঠামো বলতে মোট জনসংখ্যার মধ্যে নারী-পুরুষ এর সংখ্যা এবং পাশাপাশি জনসংখ্যার বিভিন্ন বয়ঃদলের বর্তমান জনসংখ্যাকে বুঝানো হয়।
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় কী? ৯৯%
উত্তর: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হলো জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে।
কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লিখ।
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি হলো- M=A A-O 1
জনসংখ্যার বয়স কাঠামো কী? ৯৯%
উত্তর: একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বণ্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলে।
জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কী?
উত্তর : প্রতি হাজারে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলে।
প্রজনন বলতে কি বুঝ?%
উত্তর: দৈহিক এবং সামাজিক, সাংস্কৃতিক রীতি-নীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলশ্রুতিতে সাধারণত কোনো নারী গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয় থাকে।
প্রজনন ক্ষমতা কি? ৯৯%
উত্তর: সন্তান ধারণ অথবা সন্তান জন্মদানের জৈবিক সামর্থ্যই প্রজনন ক্ষমতা (Fecundity)।
মোট প্রজনন হার কি? ৯৯%
উত্তর: সাধারণ কথায় ১৫-৪৯ বয়সী সন্তান ধারণক্ষম মহিলাদেরকে প্রতি পাঁচ বছর অন্তর শ্রেণিবিন্যাস করে প্রতিটি শ্রেণির বয়ঃনির্দিষ্ট প্রজনন হার বের করে তাদের সমষ্টি নিলে তাকে মোট প্রজনন হার বলা যায়।
CBR এর পূর্ণরূপ কি? ৯৯%
উত্তর: CBR এর পূর্ণরূপ- Crude Birth Rate..
TFR-এর পূর্ণরূপ কী? ৯৯%
উত্তর: TFR-এর পূর্ণরূপ হলো- Total Fertility Rate.
প্রজননশীলতা কী? ৯৯%
উত্তর: প্রজননশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপ্রণোদিত আগ্রহের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে বুঝায়।
স্কুল বা অশোধিত জন্মহার কী? অথবা, স্থুল জন্মহার কাকে বলে?
উত্তর: প্রতি ১,০০০ জনসংখ্যার মধ্যে জীবিত সন্তানের জন্মের অনুপাতকে স্কুল জন্মহার বলে।
মরণশীলতার সংজ্ঞা দাও।
উত্তর: জন্ম হওয়ার পর যেকোনো সময়ে জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলে।
নিবন্ধীকরণ পদ্ধতি কী? ৯৯%
উত্তর: জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে।
ASDR-এর পূর্ণরূপ কি? ৯৯%
উত্তর: ASDR-এর পূর্ণরূপ হলো- Age Specific Death Rate.
শিশু মৃত্যুহার কী?
উত্তর: কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় প্রতিবছরে প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে একবছর বয়সের যে কয়জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যুহার বলে।
নিউ-ন্যাটাল কী? ৯৯%
উত্তর: জন্মের ৪ সপ্তাহের মধ্যে জন্মগত ত্রুটি বা অঙ্গ-প্রত্যঙ্গ জনিত ত্রুটির কারণে যদি শিশুর মৃত্যু হয়, তবে তাকে নিউ-ন্যাটাল শিশু মৃত্যু বলে।
পোস্ট নিও-ন্যাটাল কী?
উত্তর: শিশু জন্মের এক মাস থেকে এক বছরের মধ্যে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিউন্যাটাল মৃত্যুহার বলে।
স্বাভাবিক মৃত্যুহার বলতে কি বুঝ?
উত্তর: যখন কোনো ব্যক্তি বার্ধক্যজনিত অথবা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তখন সেই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে।
জীবন সারণির সংজ্ঞা দাও। ৯৯%
উত্তর: নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট বয়স ব্যবধানে হিসাবকৃত বয়ঃনির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে জনসংখ্যার প্রত্যাশিত জীবনকাল যে তালিকার মাধ্যমে নির্দেশ করা হয় তাকে জীবন সারণি বলে।
জীবন সারণি কত প্রকার ও কি কি? ৯৯%
উত্তর: জীবন সারণি ২ প্রকার। যথা- ১. পূর্ণজীবন সারণি ও ২. সংক্ষিপ্ত জীবন সারণি।
পূর্ণাঙ্গ জীবন সারণি কী?
উত্তর: বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয়।
কোর্টে কি? ১৯৯%
উত্তর : জনবিজ্ঞানে একটি নির্দিষ্ট বছরে যেসব শিশু জন্মলাভ করে সেই শিশুদের গ্রুপকে কোহর্ট বল।
অভিগমন কী? ৯৯ অথবা, স্থানান্তর কি?
উত্তর: স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে অভিগমন বা স্থানান্তর বলে।
আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও। ৯৯%
উত্তর: যখন কোনো ব্যক্তি একটি স্বাধীন দেশ ত্যাগ করে অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করে তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে।
অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কি বুঝ? ১৯%
উত্তর: একই অঞ্চল বা দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে।
উদ্বাস্তু বলতে কি বুঝ? ৯৯%
উত্তর: নিজ দেশে কোনো প্রতিকূল অবস্থা অথবা দৈহিক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যখন কোনো স্থানে গমন করে তখন তাদেরকে উদ্বাস্তু বলা হয়।
শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন? ৯৯%
উত্তর: মজুরি বাড়লে শ্রমিকরা কাজ থেকে বিশ্রামকে বেশি পছন্দ করে সেক্ষেত্রে যোগান হ্রাস পায় ফলে শ্রমের যোগান রেখা পিছনের দিকে বেঁকে যায়।
শ্রম বাজার কী? ৯৯%
উত্তর: যে বাজারে শ্রমের চাহিদা ও যোগানের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বা দরকষাকষির মাধ্যমে শ্রমিকের মজুরি ও পরিমাণ নির্ধারণ করা হয়, তাকে শ্রম বাজার বলে।
জনসংখ্যা অভিক্ষেপ কি? ল৯৯%
উত্তর: ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
জনসংখ্যা পিরামিড বলতে কী বুঝায়?
অথবা, বয়স লিঙ্গ পিরামিডের সংজ্ঞা দাও
বয়স কাঠামোর বিভিন্ন উপাদানসমূহ ব্যাখ্যা কর।
অথবা, বয়স কাঠামো নির্ধারণকারী উপাদানসমূহ আলোচনা কর।।
অতিরিক্ত জনসংখ্যা কীভাবে পরিবেশকে প্রভাবিত করে? ৯৯%
অথবা, অতিরিক্ত জনসংখ্যা কিভাবে পরিবেশকে দূষিত করে?
আদমশুমারির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।৯৯%
জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যকার সম্পর্ক লেখ।
অথবা, জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
জনসংখ্যা অভিক্ষেপ কত প্রকার ও কি কি?৯৯%
অথবা, জনসংখ্যা অভিক্ষেপের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য আলোচনা কর।
বাংলাদেশে নগরায়ণের সাথে অভ্যন্তরীণ অভিগমনের সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
পূর্ণাঙ্গ জীবন সারণি ও সংক্ষিপ্ত জীবন সারণির পার্থক্য লিখ।
অথবা, পূর্ণাঙ্গ জীবন সারণি ও সংক্ষিপ্ত জীবন সারণির পার্থক্য লিখ।
শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বিবেচনা করা হয় কেন?
অথবা, শিশু মৃত্যুহারকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় কেন?
বাংলাদেশের শিশু মৃত্যুহার হ্রাসের উপায়গুলো আলোচনা কর।
বাংলাদেশে মাতৃ মৃত্যুহার কমানোর জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে?
প্রজননের পরিমাপকগুলো কী কী?
জনউর্বরতার নির্ধারকসমূহ কী? অথবা, জন উর্বরতার আর্থসামাজিক নির্ধারকসমূহ কি?
উন্নয়নশীল দেশে প্রজনন হার বৃদ্ধির কারণ কী?
অথবা, বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণসমূহ আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা কর
অথবা, জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী?
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
জনবিজ্ঞান কী? জনবিজ্ঞানের বিষয়বস্তু লেখ। ৯৯%
অথবা, জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। জনবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর।
আদমশুমারি কী? আদমশুমারি পরিচালনার বিভিন্ন পর্যায় বা ধাপ বর্ণনা কর।৯৯%
পরিবার পরিকল্পনা কী? বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ আলোচনা কর।
অধারা, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে কাম্য জনসংখ্যা তত্ত্বের গ্রহণযোগ্যতা যাচাই কর
প্রজনন ও প্রজননশীলতার মধ্যে পার্থক্য কি?
অথবা, প্রজননশীলতা ও প্রজননক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা কর।
জন্মহার বলতে কী বুঝ? জন্মহারের বিভিন্ন নির্ণায়কগুলো কী কী?
বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার উচ্চ হওয়ার প্রধান কারণগুলো বর্ণনা কর।
নিওন্যাটাল ও পোস্টন্যাটাল মৃত্যুর মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
অথবা, নিউন্যাটাল ও পোস্টনিউন্যাটাল মৃত্যুর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
(ক) জীবন সারণির প্রকারভেদ কী?
(খ) জীবন সারণির বিভিন্ন কলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
ক) আদর্শ জীবন সারণি বলতে কী বুঝ? সময়।
(খ) উন্নয়ন পরিকল্পনায় জীবন সারণির ব্যবহার আলোচনা কর।
অথবা, উন্নয়ন তালিকায় জীবন সারণির ব্যবহারগুলো কি কি? আলোচনা কর।
আন্তর্জাতিক অভিগমন কি? অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অভিগমনের ভূমিকা কি?
ক) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তর এর সংজ্ঞা দাও।
অথবা, অভ্যন্তরীণ স্থানান্তর এবং আন্তর্জাতিক স্থানান্তর বলতে কী বুঝ?
(খ) বাংলাদেশে গ্রাম হতে শহরে স্থানান্তরের আর্থ-সামাজিক ফলাফল দেখাও।৯৯%
আন্তর্জাতিক স্থানান্তরের আকর্ষণ ও বিকর্ষণ উপাদানসমূহ ব্যাখ্যা কর।
ক) জনসংখ্যা অভিক্ষেপ বলতে কী বুঝায়?
অথবা জনসংখ্যা অভিক্ষেপণ কী? অথবা জনসংখ্যা অভিক্ষেপণ কী?
(খ) জনসংখ্যা অভিক্ষেপনে ব্যবহৃত পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
অথবা, জনসংখ্যা অভিক্ষেপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর।
অথবা, জনসংখ্যা অভিক্ষেপণে ব্যবহৃত পদ্ধতিসমূহ কী ব্যাখ্যা কর।
