ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]


ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র

Subject Code: 131801


(ইসলামের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা)


 সর্বশেষ চূড়ান্ত সাজেশন]



ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)



  1. 'শাস' এর অর্থ কি? ৯৯%

উত্তর: 'শাস' এর অর্থ শাসন করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ দেয়া।

  1. হিলফুল ফুজুলের লক্ষ্য কী ছিল?

উত্তর: হিলফুল ফুজুলের লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।

  1. মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে? ৯৯%

উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

  1. মহানবি কত বছর ইসলাম প্রচার করেন? ৯৯%

উত্তর: ২৩ বছর।

  1. ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র কী? ৯৯%

উত্তর: ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র মসজিদ।

  1. ইমামত কী? ৯৯%

উত্তর: ইমামত হলো মুসলিম উম্মাহ ও ইসলামি রাষ্ট্রকে সঠিকভাবে সঠিক পথে ও ইসলামি আইন অনুযায়ী পরিচালনায় নেতৃত্ব দেয়া। ইসলামি পরিভাষায়, মুসলিম জাতির সর্বোচ্চ নেতৃত্বের নাম ইমামত।

  1. "মায়ের পদতলে বেহেশত অবস্থিত"-এটি কার বাণী? ৯৯%

উত্তর: "মায়ের পদতলে বেহেশত অবস্থিত”-এটি মহানবি (সা.) এর বাণী।

  1. "তোমরা পরস্পরকে ভালবাস ও উপঢৌকন দাও।” এটি কে বলেছেন? ৯৯%

উত্তর: মহানবি (সা.) বলেছেন।

  1. মহানবি (সা.)-এর মতে আশেপাশের কত বাড়ি পর্যন্ত প্রতিবেশী? ৯৯%

উত্তর: মহানবি (সা.)-এর মতে আশেপাশের ৪০ বাড়ি পর্যন্ত প্রতিবেশি।

  1. হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার? ৯৯%

উত্তর: হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী তিন প্রকার।

  1. পরমতসহিষ্ণুতা কি? ৯৯%

উত্তর: ইসলাম যে নীতি ও আদর্শের উপর সর্বাপেক্ষা গুরুত্বারোপ করে তার নাম পরমতসহিষ্ণুতা।

  1. নারী জাতীর সম্ভ্রমের প্রতীক কি?

উত্তর: নারী জাতীর সম্ভ্রমের প্রতীক হলো পর্দা।

  1. 'ইনসাফ' শব্দের অর্থ কী?

উত্তর: 'ইনসাফ' শব্দের অর্থ-স্বচ্ছ বা ন্যায়সঙ্গত।

  1. 'কাজী' অর্থ কী? 55%

উত্তর: 'কাজী' অর্থ বিচারক।

  1. ইহসান কত প্রকার? ৯৯%

উত্তর: ইহসান দুই প্রকার। যথা- ১. স্রষ্টার প্রতি ইহসান ও ২. সৃষ্টির প্রতি ইহসান।

  1. আদল শব্দের অর্থ কি? ৯৯%

উত্তর : আদল শব্দের অর্থ ন্যায়বিচার করা ও ভারসাম্য রক্ষা করা।

  1. যাকাত শব্দের অর্থ কী? ৯৯%

উত্তর: যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা।

  1. ইসলামি রাষ্ট্রের মূল লক্ষ্য কী? ৯৯%

উত্তর: আদর্শ মানুষ গড়ে তোলা বা নবুয়তের প্রতিনিধিত্ব করা।

  1. ইসলামি রাষ্ট্রের উপাদান কয়টি? ৯৯%

উত্তর: ইসলামি রাষ্ট্রের উপাদান চারটি।

  1. খিলাফত' শব্দের অর্থ কী? 

উত্তর: 'খিলাফত' শব্দের অর্থ প্রতিনিধিত্ব ও স্থলাভিষিক্ত।

  1. ইসলামি আইনের প্রধান উৎস কয়টি? ৯৯%

উত্তর: ইসলামি আইনের প্রধান উৎস দুইটি। যথা- ১. কুরআন ও ২. সুন্নাহ।

  1. ইজমা অর্থ কী? ৯৯%

উত্তর: ইজমা অর্থ ঐকমত্য।

  1. শাসন বিভাগ কাকে বলে? অথবা, নির্বাহী বিভাগ কি?

উত্তর: যে বিভাগ আইন বিভাগ প্রণীত আইন প্রয়োগ করে তাকে শাসন বিভাগ বলে।

  1. শাসনতন্ত্র বলতে কী বুঝ?

উত্তর: শাসনতন্ত্র বলতে কতকগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালাকে বুঝায়। যার মধ্যে একটি কল্যাণমূলক রাষ্ট্রের বা যেকোনো সংগঠনের মূলনীতি বা নিয়মকানুন অন্তর্ভুক্ত হয়ে থাকে।

  1. 'নাগরিক' অর্থ কী?

উত্তর: 'নাগরিক' অর্থ নগরের অধিবাসী।

  1. রাষ্ট্রের নৈতিক শক্তি বলতে কী বুঝ? অথবা, নৈতিক শক্তি কি? ৯৯

উত্তর: নৈতিক শক্তি বলতে বুঝায়, বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, পরম সহিষ্ণুতা ও চারিত্রিক পবিত্রতা-পরিচ্ছন্নতা।

  1. জিহাদ শব্দের অর্থ কি?

উত্তর: জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, অবিরাম প্রচেষ্টা

  1. ইসলামি গণতন্ত্রের ভিত্তি কী? অথবা, ইসলামি গণতন্ত্রের মূলভিত্তি তিনটি কি কি?

উত্তর: ইসলামি গণতন্ত্রের ভিত্তি তিনটি। যথা-১. তাওহিদ, ২. রিসালাত ও ৩. খিলাফত।

  1. মজলিসে-শূরা কী? ৯৯%

উত্তর: 'সুষ্ঠুভাবে খিলাফত বা রাষ্ট্র পরিচালনার জন্য খলিফাকে পরামর্শ দেয়ার নিমিত্তে নির্দিষ্ট সংখ্যক লোকের সমন্বয়ে যে সংস্থা গঠন করা হয়, তাকে মজলিসে শুরা বলে'

  1. মজলিস-ই-শূরা অর্থ কি? ৯৯%

উত্তর: মজলিস-ই-শূরা অর্থ পরামর্শ সভা।







খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);


  • ইসলামি রাষ্ট্রের বিচারব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

  • অথবা, বিচার বিভাগ বলতে কি বুঝ?

  • অথবা, ইসলামি রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

  • খিদমত আল খালকের সংজ্ঞা দাও। ৯৯%

  • অথবা, খিদমতে খালক কাকে বলে?

  • তাকওয়ার সোপানগুলো বর্ণনা কর। ৯৯%

  • অথবা, তাকওয়া কী? তাকওয়ার সোপানগুলো বর্ণনা কর।

  • নাগরিক বলতে কী বুঝ? সংক্ষেপে বর্ণনা কর।

  • ইসলামের আলোকে দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতনতা সম্পর্কে আলোচনা কর।

  • ইসলামের আলোকে দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতনতা সম্পর্কে আলোচনা কর। ৯৯%৯৯%

  • ইসলামি রাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা কর।

  • অথবা, ইসলামি রাষ্ট্রের সাথে পুঁজিবাদী রাষ্ট্রের চারটি পার্থক্য ব্যাখ্যা কর।

  • অথবা, ইসলামি রাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ কর।

  • হযরত মুহাম্মাদ (সা.) এর পররাষ্ট্রনীতি সংক্ষেপে বর্ণনা

  • অথবা, হযরত মুহম্মদ (সা.) এর পররাষ্ট্রনীতি সংক্ষেপে আলোচনা কর।

  • জিহাদ কত প্রকার ও কী কী? বর্ণনা কর।

  • মজলিসে-শূরা এর কার্যাবলি লেখ। 

  • অথবা, মজলিশ-ই-শূরার সদস্যদের চারটি কার্যাবলি আলোচনা কর।



গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):


  • ইসলামি সমাজব্যবস্থায় কীভাবে মানব মর্যাদার নিশ্চয়তা দেওয়া হয়েছে? আলোচনা কর। 

  • ইসলামি সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা কর। 

  • অথবা, ইসলামি সমাজব্যবস্থার চারটি বৈশিষ্ট্য আলোচনা কর।

  • অথবা, ইসলামি সমাজের প্রকৃতি বর্ণনা কর।

  • মৌলিক মানবাধিকার সম্পর্কে ইসলামের ধারণা আলোচনা কর। ৯৯% 

  • অথবা, ইসলামি দৃষ্টিভঙ্গিতে মৌলিক মানবাধিকার কী কী বর্ণনা কর।

  • আত্মীয় কারা? ইসলামি সমাজে আত্মীয়-স্বজনের অধিকার ও কর্তব্য বর্ণনা কর

  • অথবা, ইসলামি সমাজে আত্মীয়-স্বজনের চারটি অধিকার ও কর্তব্য আলোচনা কর।

  • ইহসান কাকে বলে? ইসলামি জীবনে ইহসানের গুরুত্ব বর্ণনা কর।

  • - অথবা, ইহসান কী? সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ইহসানের ভূমিকা বর্ণনা কর।

  • অথবা, ইসলামি জীবন বিধানে ইহসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

  • উখওয়াত কী? ইসলামি সমাজব্যবস্থায় উখওয়াত এর গুরুত্ব লেখ। ৯৯%

  • অথবা, উখওয়াত কী? ইসলামি সমাজ ব্যবস্থায় উখওয়াত এর গুরুত্ব লেখ।

  • ইসলামি রাষ্ট্রপ্রধানের গুণাবলি বর্ণনা কর।

  • অথবা, ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। 

  • অথবা, ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আইনগত গুণাবলি কী কী?

  • বিচার বিভাগ কাকে বলে? কুরআন এবং হাদিসের আলোকে বিচার বিভাগের কার্যাবলি বর্ণনা কর।

  • অথবা, বিচার বিভাগ কি? ইসলামি রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলি আলোচনা কর।

  • ইসলামি রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলির বিবরণ দাও। 

  • অথবা, শাসন বিভাগের কার্যাবলি আলোচনা কর।

  • অথবা, ইসলামি রাষ্ট্রে নির্বাহী বিভাগের কার্যাবলি আলোচনা কর।

  • ইসলামের দৃষ্টিতে একজন সুনাগরিকের গুণাবলি বর্ণনা কক্র।

  • ইসলামি রাষ্ট্রের মজলিসে শূরা সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা কর। 

  • রাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা কর।

  • ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রব্যবস্থার তুলনামূলক আলোচনা কর। ৯৯%

  • অথবা, ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।

  • ইসলামি রাষ্ট্র ও আধুনিক রাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা কর।

  • অথবা, ইসলামি রাষ্ট্র ও আধুনিক রাষ্ট্রের সরকার পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা কর।


*

Post a Comment (0)
Previous Post Next Post