ডিগ্র ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

সমাজবিজ্ঞান - পঞ্চম পত্র

Subject Code: 132001

(পরিবেশ সমাজবিজ্ঞান)


 সর্বশেষ চূড়ান্ত সাজেশন]


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)



  1. পরিবেশ কি? ৯৯%

উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তার সমন্বিত রূপই পরিবেশ।

  1. "Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment" -উক্তিটি কার? ৯৯%

উত্তর: উক্তিটি অ্যালান স্নাইবার্গ-এর।

  1. ইকোস্ফিয়ার কি?৯৯% 

উত্তর: পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে একত্রে ইকোস্ফিয়ার বলে।

  1. CFC-এর পূর্ণরূপ কি? ৯৯%

উত্তর: CFC-এর পূর্ণরূপ হলো- Chloro Fluoro Carbon.

  1. বায়োম কি? ৯৯%

উত্তর: কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে।

  1. মাধ্যমিক খাদক কাকে বলা হয়? ৯৯%

উত্তর: মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বলা হয়।

  1. বাস্তুসংস্থান বলতে কী বোঝায়? অথবা, বাস্তুসংস্থান কি?

উত্তর: জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে।

  1. "Man and his Enviornment" -গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%

উত্তর: গ্রন্থটি R.H. Lowie এর।-

  1. 'Ecology' শব্দের অর্থ কি? ৯৯%

উত্তর: 'Ecology' শব্দের অর্থ বাস্তু বিদ্যা।

  1. ZPG-এর অর্থ কি? ৯৯%

উত্তর: ZPG-এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার (Zero Population Growth) |

  1. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ।

  2. থবা, দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ। ৯৯%

উত্তর: বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম হলো CO₂ এবং CFC।

  1. CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ।

উত্তর: CFC গ্যাসের দুটি উৎসের নাম হলো রেফ্রিজারেটর, এয়ারকুলার।

  1. বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত? 

উত্তর: বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ০.০৩%।

  1. অভয়ারণ্য কী? ৯৯%

উত্তর: তঅভয়ারণ্য বলতে ঐ ধরনের বন বা অরণ্যকে বুঝায় যেখানে প্রাণীরা অবাধে চলাফেরা ও বংশবিস্তার করতে পারে

  1. আর্সেনিক কি?

উত্তর: আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ। যার রাসায়নিক সংকেত AS, কঠিন, তরল এবং বায়ুবীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায়

  1. ভূমিক্ষয় কী? ৯৯%

উত্তর: বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদির ক্রিয়ায় ভূভাগের ক্ষয় ঘটে এবং ভূমি পৃষ্ঠের উচ্চতা কমতে থাকে, ভূমিপৃষ্ঠে এভাবে ক্ষয়কে ভূমিক্ষয় বলে।

  1. Cyclone শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ৯৯%

উত্তর: Cyclone শব্দটি গ্রিক শব্দ কাইক্লোস (Kyklos) থেকে এসেছে, যার অর্থ বৃত্ত বা চাকা।

  1. অভয়ারণ্য কী? ৯৯%

উত্তর: অভয়ারণ্য বলতে ঐ ধরনের বন বা অরণ্যকে বুঝায় যেখানে প্রাণীরা অবাধে চলাফেরা ও বংশবিস্তার করতে পারে।

  1. নগরায়ণ কী? ৯৯%

উত্তর: গ্রামীণ জীবন প্রণালি হতে নগরের জীবন প্রণালি গ্রহণের প্রক্রিয়াকে নগরায়ণ বা শহরায়ন বলে।

  1. অতি নগরায়ণ কী?

উত্তর: অপরিকল্পিত ও যত্রতত্র নগরায়ণই অতি নগরায়ণ।

  1. 'Environmental Sociology' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: John Hannigan.

  1. দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ।

উত্তর: দুটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো-১. পরশ, ২. বাপা।

  1. GAD-এর পূর্ণরূপ কী? ৯৯%

উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো- Gender and Development.

  1. কিয়োটো প্রটোকল কত সালে অনুষ্ঠিত হয়? 

উত্তর: কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। [জা.বি. ২০২১ (ডিগ্রি)]

  1. চিপকো আন্দোলন কোথায় সংঘটিত হয়?

উত্তর: চিপকো আন্দোলন ভারতের উত্তর প্রদেশের চামিলি জেলায় সংঘটিত হয়।

  1. কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অথবা, বিশ্ব পরিবেশ দিবস কবে?

উত্তর: ৫ জুন

  1. বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? ১৯%

উত্তর: বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।

  1. প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লেখ।৯৯%

উত্তর: প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম হলো জীব উপাদান ও অজীব উপাদান।

  1. বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?

উত্তর: বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ ১৯৭৩ সালে জারি করা হয়।




খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):



  • পরিবেশগত অবক্ষয় কি? ৯৯% 

  • খাদ্য জালক কী? ৯৯% অথবা, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? 

অথবা, খাদ্যচক্র বা খাদ্য শিকল কি? অথবা, খাদ্য চক্রের বর্ণনা দাও

  • পরিবেশ আইন কাকে বলে? ৯৯%

  • থবা, পরিবেশ নীতি বলতে কি বোঝায়? অথবা, পরিবেশ নীতির সংজ্ঞা দাও।

  • জীববৈচিত্র্য ধ্বংসের কারণসমূহ লেখ।

  • দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? অথবা, দুর্যোগ ব্যবস্থাপনা কী?

  • লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর

  • শিল্পায়ন বলতে কি বোঝ? অথবা, শিল্পায়ন কি?

  • নগর পরিবেশ রক্ষার উপায়সমূহ উল্লেখ কর।

  • বিশ্ব উষ্ণায়ন এর কারণসমূহ উল্লেখ কর। 

অথবা, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা কর। 

অথবা, বিশ্ব উষ্ণায়নের কারণসমূহ আলোচনা কর।

  • বন উজাড়ের কারণগুলো চিহ্নিত কর। ৯৯%

  • জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? 

  • কাম্য জনসংখ্যা বলতে কি বোঝ?

  • জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝায়?৯৯% 

অথবা, জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বুঝ?

অথবা, জনসংখ্যার বিস্ফোরণ এর সংজ্ঞা দাও।

  • প্রতিবেশ কেন্দ্রিকতা' বলতে কী বুঝায়? ৯৯%




গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :


  • পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।

অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।

  • সংক্ষেপে পরিবেশ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ৯৯% 

অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর। অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।

  • প্রতিবেশের উপাদানসমূহ আলোচনা কর।

  • পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। 

  • পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা কর। 

অথবা, পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আলোচনা কর।

  • বাংলাদেশে নদী ভাঙনের প্রধান কারণগুলো উদাহরণসহ আলোচনা কর। ১৯% ডি

  • বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা কর। ৯৯% 

  • সংক্ষেপে ঘূর্ণিঝড় মোকাবিলায় পদক্ষেপসমূহ বর্ণনা কর

  • পরিবেশের উপর নগরায়ণের প্রভাব আলোচনা কর। ৯৯% 

  • "নারী ও শিশু পরিবেশ দূষণের প্রধান শিকার"-আলোচনা কর। ১০০%

  • পানি দূষণের কারণসমূহ আলোচনা কর। 

অথবা, পানি দূষণের কারণসমূহ বিশ্লেষণ কর।

  • পরিবেশের উপর প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব আলোচনা কর।

  • বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। 

অথবা, পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।










*

إرسال تعليق (0)
أحدث أقدم