
[বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
সমাজবিজ্ঞান - পঞ্চম পত্র
Subject Code: 132001
(পরিবেশ সমাজবিজ্ঞান)
সর্বশেষ চূড়ান্ত সাজেশন]
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
পরিবেশ কি? ৯৯%
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তার সমন্বিত রূপই পরিবেশ।
"Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment" -উক্তিটি কার? ৯৯%
উত্তর: উক্তিটি অ্যালান স্নাইবার্গ-এর।
ইকোস্ফিয়ার কি?৯৯%
উত্তর: পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে একত্রে ইকোস্ফিয়ার বলে।
CFC-এর পূর্ণরূপ কি? ৯৯%
উত্তর: CFC-এর পূর্ণরূপ হলো- Chloro Fluoro Carbon.
বায়োম কি? ৯৯%
উত্তর: কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে।
মাধ্যমিক খাদক কাকে বলা হয়? ৯৯%
উত্তর: মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বলা হয়।
বাস্তুসংস্থান বলতে কী বোঝায়? অথবা, বাস্তুসংস্থান কি?
উত্তর: জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে।
"Man and his Enviornment" -গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: গ্রন্থটি R.H. Lowie এর।-
'Ecology' শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: 'Ecology' শব্দের অর্থ বাস্তু বিদ্যা।
ZPG-এর অর্থ কি? ৯৯%
উত্তর: ZPG-এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার (Zero Population Growth) |
বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ।
থবা, দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ। ৯৯%
উত্তর: বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম হলো CO₂ এবং CFC।
CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ।
উত্তর: CFC গ্যাসের দুটি উৎসের নাম হলো রেফ্রিজারেটর, এয়ারকুলার।
বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত?
উত্তর: বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ০.০৩%।
অভয়ারণ্য কী? ৯৯%
উত্তর: তঅভয়ারণ্য বলতে ঐ ধরনের বন বা অরণ্যকে বুঝায় যেখানে প্রাণীরা অবাধে চলাফেরা ও বংশবিস্তার করতে পারে
আর্সেনিক কি?
উত্তর: আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ। যার রাসায়নিক সংকেত AS, কঠিন, তরল এবং বায়ুবীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায়
ভূমিক্ষয় কী? ৯৯%
উত্তর: বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদির ক্রিয়ায় ভূভাগের ক্ষয় ঘটে এবং ভূমি পৃষ্ঠের উচ্চতা কমতে থাকে, ভূমিপৃষ্ঠে এভাবে ক্ষয়কে ভূমিক্ষয় বলে।
Cyclone শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ৯৯%
উত্তর: Cyclone শব্দটি গ্রিক শব্দ কাইক্লোস (Kyklos) থেকে এসেছে, যার অর্থ বৃত্ত বা চাকা।
অভয়ারণ্য কী? ৯৯%
উত্তর: অভয়ারণ্য বলতে ঐ ধরনের বন বা অরণ্যকে বুঝায় যেখানে প্রাণীরা অবাধে চলাফেরা ও বংশবিস্তার করতে পারে।
নগরায়ণ কী? ৯৯%
উত্তর: গ্রামীণ জীবন প্রণালি হতে নগরের জীবন প্রণালি গ্রহণের প্রক্রিয়াকে নগরায়ণ বা শহরায়ন বলে।
অতি নগরায়ণ কী?
উত্তর: অপরিকল্পিত ও যত্রতত্র নগরায়ণই অতি নগরায়ণ।
'Environmental Sociology' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: John Hannigan.
দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ।
উত্তর: দুটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো-১. পরশ, ২. বাপা।
GAD-এর পূর্ণরূপ কী? ৯৯%
উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো- Gender and Development.
কিয়োটো প্রটোকল কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। [জা.বি. ২০২১ (ডিগ্রি)]
চিপকো আন্দোলন কোথায় সংঘটিত হয়?
উত্তর: চিপকো আন্দোলন ভারতের উত্তর প্রদেশের চামিলি জেলায় সংঘটিত হয়।
কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অথবা, বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর: ৫ জুন
বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? ১৯%
উত্তর: বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লেখ।৯৯%
উত্তর: প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম হলো জীব উপাদান ও অজীব উপাদান।
বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর: বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ ১৯৭৩ সালে জারি করা হয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
পরিবেশগত অবক্ষয় কি? ৯৯%
খাদ্য জালক কী? ৯৯% অথবা, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়?
অথবা, খাদ্যচক্র বা খাদ্য শিকল কি? অথবা, খাদ্য চক্রের বর্ণনা দাও
পরিবেশ আইন কাকে বলে? ৯৯%
থবা, পরিবেশ নীতি বলতে কি বোঝায়? অথবা, পরিবেশ নীতির সংজ্ঞা দাও।
জীববৈচিত্র্য ধ্বংসের কারণসমূহ লেখ।
দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? অথবা, দুর্যোগ ব্যবস্থাপনা কী?
লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর
শিল্পায়ন বলতে কি বোঝ? অথবা, শিল্পায়ন কি?
নগর পরিবেশ রক্ষার উপায়সমূহ উল্লেখ কর।
বিশ্ব উষ্ণায়ন এর কারণসমূহ উল্লেখ কর।
অথবা, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, বিশ্ব উষ্ণায়নের কারণসমূহ আলোচনা কর।
বন উজাড়ের কারণগুলো চিহ্নিত কর। ৯৯%
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
কাম্য জনসংখ্যা বলতে কি বোঝ?
জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝায়?৯৯%
অথবা, জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বুঝ?
অথবা, জনসংখ্যার বিস্ফোরণ এর সংজ্ঞা দাও।
প্রতিবেশ কেন্দ্রিকতা' বলতে কী বুঝায়? ৯৯%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
সংক্ষেপে পরিবেশ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ৯৯%
অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর। অথবা, পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।
প্রতিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা কর।
পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা কর।
অথবা, পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আলোচনা কর।
বাংলাদেশে নদী ভাঙনের প্রধান কারণগুলো উদাহরণসহ আলোচনা কর। ১৯% ডি
বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা কর। ৯৯%
সংক্ষেপে ঘূর্ণিঝড় মোকাবিলায় পদক্ষেপসমূহ বর্ণনা কর
পরিবেশের উপর নগরায়ণের প্রভাব আলোচনা কর। ৯৯%
"নারী ও শিশু পরিবেশ দূষণের প্রধান শিকার"-আলোচনা কর। ১০০%
পানি দূষণের কারণসমূহ আলোচনা কর।
অথবা, পানি দূষণের কারণসমূহ বিশ্লেষণ কর।
পরিবেশের উপর প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
অথবা, পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।