জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
ইতিহাস-পঞ্চম পত্র
Subject Code: 131501
[ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৭৮৯)]
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে? ৯৯%
উত্তর: ১৪৫৩ সাল থেকে।
ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে? ৯৯%
উত্তর: ১৪৫৩ সাল থেকে।
পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? ৯৯%
উত্তর: ১৪৫৩ সালে।
রেনেসাঁ শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: নবজাগরণ বা পুনর্জাগরণ।
প্রথম রেনেসাঁ শুরু হয় কোথায়? ৯৯% অথবা, কোথায় প্রথম রেনেসাঁ শুরু হয়?
উত্তর: ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়।
"রেনেসাঁস" শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ৯৯%
উত্তর: "রেনেসাঁস” শব্দের উৎপত্তি ফরাসি শব্দ (Renaissance) থেকে।
কাকে রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয়? ৯৯%
অথবা, রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক কাকে বলা হয়?
উত্তর: পেত্রার্ককে রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয়।
সনেটের জনক কে? ৯৯%
উত্তর: পেত্রার্ক।
Devine and Comedy' গ্রন্থের লেখক কে? ৯৯%
অথবা, 'The Divine Comedy' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: দান্তে আলেঘিরি।
The Prince' গ্রন্থটির রচয়িতা কে? ৯৯%
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
ইতালির " ফোর ইয়ার" যুদ্ধ শুরু হয় কখন? ৯৯%
উত্তর: ১৫২১ সালে।
'The Last Judgement' চিত্রটির চিত্রকর কে? ৯৯%
অথবা, বিখ্যাত চিত্রকর্ম 'The Last Judgement' এর শিল্পী কে?
উত্তর: মাইকেল এ্যাঞ্জেলো।
মার্কোপোলো কোন দেশের নাবিক ছিলেন? ৯৯% অথবা, মার্কোপোলো কে ছিলেন?
উত্তর: মার্কোপোলো ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন।
কলম্বাস কে ছিলেন? ৯৯
উত্তর: ইতালীয় নাবিক ছিলেন।
ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে?
উত্তর: ওয়াইক্লিফকে।
ইনডালজেন্স কি? ১৯৯%
উত্তর: পাপমুক্তির ছাড়পত্র।মার্টিন লুথার কে ছিলেন?
কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? ৯৯%
উত্তর: অগসবার্গের সন্ধি দ্বারা।
ইনকুইজিশন কি? ৯৯%
উত্তর: ইনকুইজিশন একটি স্পেনীয় প্রতিষ্ঠান।
পঞ্চম চালর্স কে ছিলেন? ৯৯%
উত্তর: স্পেনের রাজা।
ওয়ার্মসের সভা আহ্বান করেন কে? ৯৯%
উত্তর: ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস।
কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়? ৯৯%
উত্তর: 'ওয়েস্টফেলিয়ার' সন্ধি নামক আন্তর্জাতিক চুক্তিতে
কারা ডাচ নামে পরিচিত? ৯৯%
উত্তর: নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়।
দ্যা ম্যাক্স সার্কেল কি? ৯৯%
উত্তর: ফ্রান্সে প্রতিবাদী খ্রিস্টধর্মের অনুসারী মানবতাবাদী প্রটেস্ট্যান্টবাদের একটি দল।
রিশল্যুর পুরো নাম কি? ৯৯%
উত্তর: আর্মান্ড-ডি-রিশল্যু।
I am the state উক্তিটি কার? ৯৯%
উত্তর: চতুর্দশ লুইয়ের।
চতুর্দশ লুই এর অর্থনীতি বিশারদ কে ছিলেন? ৯৯%
উত্তর: কোলবার্ট।
নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? ৯৯%
উত্তর: ইতালির কর্সিকা দ্বীপের অর্ন্তগত আজসিও শহরে জন্মগ্রহণ করেন।
প্রিভি কাউন্সিল কি? ৯৯% অথবা, কাউন্সিল অব পার্টিস কি?
উত্তর: চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়।
পিটারের বৈদেশিক নীতিকে কি নামে অভিহিত করা হয়?
উত্তর: পিটারের বৈদেশিক নীতিকে উষ্ণ জলনীতি নামে অভিহিত করা হয়।
পিটার দি গ্রেট কে ছিলেন? ৯৯%
উত্তর: আধুনিক রাশিয়ার জনক ছিলেন।
দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন? ৯৯%
উত্তর : দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রাশিয়ার সম্রাট প্রথম ফ্রেডারিক উইলিয়ামের পুত্র।
মারিয়া থেরেসা কোন দেশের রানি ছিলেন? ৯৯%
উত্তর: মারিয়া থেরেসা অস্ট্রিয়ার রানি ছিলেন।
স্পেনের গৃহযুদ্ধের অন্যতম কারণ কি? ৯৯%
উত্তর: ক্ষমতার ভারসাম্যনীতি।
আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? ৯৯
উত্তর: আইলা স্যাপেলের সন্ধি ১৭৪৮ সালে স্বাক্ষরিত হয়।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর: ১৭৫৬ খ্রিস্টাব্দ।
সাঁফ্রে কে ছিলেন ৯৯%
উত্তর: ফরাসি সেনাপতি।
পোল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ৯৯%
উত্তর: পোল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত।
পোল্যান্ডের তৃতীয় ব্যবচ্ছেদ কত সালে হয়েছিল? ৯৯%
উত্তর: ১৭৯৫ সালে
জ্ঞানদীপ্তি কী? ৯৯%
উত্তর: জ্ঞানদীপ্তি হলো জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় দীপ্তময় বিকাশ।
ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?৯৯%
উত্তর: স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ৯৯%
উত্তর: ষোড়শ লুই।
ফরাসি বিপ্লবের দুইজন বিখ্যাত দার্শনিকের নাম লিখ। ৯৯%
উত্তর: রুশো ও ভলতেয়ার।
ওয়াটার-লু যুদ্ধ কত সালে হয়?
উত্তর: ওয়াটার-লু যুদ্ধ ১৮১৫ সালে হয়।
"স্ট্রেট জেনারেল কি? ৯৯%
উত্তর: 'স্ট্রেট জেনারেল' হচ্ছে ফ্রান্সের আইন পরিষদ।
কাকে 'দার্শনিক রাজা' বলা হয়? ৯৯%
উত্তর: প্লেটোকে দার্শনিক রাজা বলা হয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর।
অথবা, ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ কি কি?
শিল্পবিপ্লব বলতে কী বুঝ?
ধর্মসংস্কার আন্দোলন জার্মানিতে সফল হয়েছিল কেন?৯৯%
সন্ত্রাসের রাজত্ব বলতে কী বুঝ? ৯৯%
চতুর্থ হেনরীর ধর্মীয় নীতি ব্যাখ্যা কর। ৯৯%
অথবা, চতুর্থ হেনরীর ধর্মীয় নীতি আলোচনা কর।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দুটি কারণ উল্লেখ কর।
অথবা, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ লিখ।
জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বুঝ? ৯৯%
ডাইরেক্টরি শাসন কী?
ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখ। ৯৯%
অথবা, ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে যা জান লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
রেনেসাঁ বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
অথবা, রেনেসাঁ বলতে কী বোঝ? রেনেসাঁর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%
অথবা, প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বর্ণনা কর।
সম্রাট পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থা পর্যালোচনা কর। ৯৯%
অথবা, স্পেনের রাজা পঞ্চম চার্লসের শাসনব্যবস্থা পর্যালোচনা কর।
[উচতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা কর। ৯৯%
অথবা, চতুর্দশ লুইয়ের পররাষ্ট্রনীতি আলোচনা কর।
ইউরোপে ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
সুইডেনের স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা কর। ১০০%
অথবা, সুইডেনের স্বাধীনতা আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
সংস্কার হিসেবে দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
অথবা, জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়মের মূল্যায়ন কর।
জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় যোসেফের মূল্যায়ন কর।
স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কী কী?
অথবা, স্পেনের উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।
অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় ক্যাথারিনের মূল্যায়ন কর।
পোলান্ড বিভক্তির কারণসমূহ পর্যালোচনা কর।
অথবা, পোল্যান্ড ব্যবচ্ছেদের উপর একটি প্রবন্ধ রচনা কর।
১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণসমূহ আলোচনা কর।
অথবা, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা কর।
ফরাসী বিপ্লবে বুদ্ধিজীবীদের ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, ফরাসি বিপ্লবে বুদ্ধিজীবিদের ভূমিকা আলোচনা কর।
অথবা, ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পথ সুগম করতে বুদ্ধিজীবীগণ কি অবদান রেখেছিল তা ব্যাখ্যা কর।
অথবা, ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদান আলোচনা কর। এ বিপ্লব ফ্রান্সে সংঘটিত হয় কেন
