ডিগ্রি ৩য় বর্ষ গার্হস্থ্য অর্থনীতি ৫ম পত্র সাজেশন ২০২৫



 জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ/বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ: পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]

গার্হস্থ্য অর্থনীতি-পঞ্চম পত্র

Subject Code: 133501

(বন্ধু বুনন এবং নকশা শিল্প)

[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন]


ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):


  1. বুনন কী? ৯৯%

উত্তর: সুতা থেকে কাপড় তৈরির পদ্ধতি হচ্ছে বুনন।

  1. টানা সুতা কী? ৯৯%

উত্তর: কাপড় বুনার সময় সুতা যখন উপর থেকে নিচে লম্বালম্বিভাবে থাকে তাকে টানা সুতা বলে।

  1. পড়েন সুতা কী? ৯৯%

উত্তর: যে সুতাগুলোর সাহায্যে বুনানি চলে সেগুলোকে পড়েন সুতা বলা হয়। এটি আড়াআড়িভাবে থাকে।

  1. হস্তচালিত তাঁত কী? ৯৯%

উত্তর: যে তাঁত হাত ও পায়ের সাহায্যে চালানো হয় তাকে হস্তচালিত তাঁত বলে।

  1. প্রাকৃতিক তন্ত্র কাকে বলে? ৯৯%

উত্তর: প্রাকৃতিক তন্ত্র হলো এমন তন্তু যা ভূতাত্ত্বিক প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে উৎপাদিত হয়। এগুলো সংমিশ্রিত পদার্থের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেখানে তন্ত্রগুলোর অভিযোজন বৈশিষ্ট্যগুলোকে প্রভাবিত করে।

  1. নিটিং কাকে বলে?৯৯%

উত্তর: সুতায় গিট দিয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলা হয়।

  1. ব্রেইডিং কী? ৯৯%

উত্তর: তিন বা ততোধিক আঁশ বা সুতা থেকে বেনী তৈরির প্রক্রিয়ায় সরু ও সমতল কাপড় তৈরিই হলো ব্রেইডিং।

  1. বন্ডিং কী?

উত্তর: বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তন্তুর উপর চাপ প্রয়োগ করে পাতলা শিট বা আস্তরন প্রস্তুত করে ঐ আস্তরন কোনো আঠালো পদার্থ দ্বারা স্থায়ী করে বন্ডিং কাপড় তৈরির পদ্ধতিতে বন্ডিং বলা হয়।

  1. কোন দেশে প্রথম তাঁত আবিষ্কার হয়? ৯৯%

উত্তর: প্রাচীন মিশরে প্রথম তাঁত আবিষ্কার হয়।

  1. সাদাসিধা বুনন কী? ৯৯%

উত্তর: যে বুননে একটি পড়েন সুতা একটি টানা সুতার উপর নিচ দিয়ে অতিক্রম করে। বুননে টানা ও পড়েন সুতাগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থান করে। ফলে কাপড় খুব মসৃণ ও টেকসই হয় এবং কাপড়ের উপরিভাগ রং করা ও ছাপার জন্য বিশেষভাবে যে উপযোগী হয়। এটিই সাদাসিধা বুনন।

  1. সাটিন ও স্যাটিন বুননের দুটি ব্যবহার লেখ। ৯৯%

উত্তর: সাটিন বুনন সাধারণত পোশাকে ব্যবহার করা হয়; যেমন- নাইট গাউন ও শার্ট উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়াও বিছানার চাদর উৎপাদনে ব্যবহার করা হয়।

  1. মৌলিক বুনন কি? ৯৯%

উত্তর : যে সকল বয়ন পদ্ধতির মাধ্যমে কাপড়ের মূল কাঠামো বা রূপ দেখা হয় তাকে মৌলিক বুনন বলা হয়ে থাকে।

  1. তিনটি মৌলিক বুননের নাম লেখ। ৯৯%

উত্তর: মৌলিক বুনন ৩ প্রকার। যথা: (i) সাদাসিধে বুনন; (ii) টুইল বুনন ও (iii) স্যাটিন বুনন।

  1. পাইল বুনন কী? ৯৯%

উত্তর: পাইল বুননের সাহায্যে সত্যিকারের ত্রিমাত্রিক ভাবযুক্ত নক্সা তৈরি করা যায়। এই. বুননে প্লেন বুননের সাহায্যে ঘেডের সৃষ্টি করে পাইলের পড়েন সুতা চালনা করে নির্দিষ্ট মাপের রঙের সাহায্যে পাইল বুনন করা হয়।

  1. মৌলিক বুননের মধ্যে কোনটি বেশি টেকসই?

উত্তর: মৌলিক বুননের মধ্যে সাদাসিধে বুনন সবচেয়ে বেশি টেকসই।

  1. টুইল বুননের দুটি সুবিধা লেখ। ৯৯% অথবা, টুইল বুননের দুটি ব্যবহার লিখ।

উত্তর: টুইল বুননের দুটি ব্যবহার: ১. টুইল বুননের সাহায্যে কাপড়ে বৈচিত্র্য আনা যায়। ২. টুইল বুনন দ্বারা আকর্ষণীয় কৌশিক এবং আঁকাবাঁকা বা জিগজ্যাক রেখার সৃষ্টি করা যায়।

  1. কোন বুননের কর্ণগুলো স্পষ্ট? ১৯৯%

উত্তর: টুইল বুননের কর্ণগুলো স্পষ্ট।

  1. ডবি বুনন কি? ৯৯%

উত্তর: ডবি বুনন হলো সাদাসিধে, তেছরা ও স্যাটিন বুননের সাহায্যে ক্ষুদ্র সহজ জ্যামিতিক নকশা তৈরির পদ্ধতি।

  1. রিব বুননের বৈশিষ্ট্য কী? ৯৯% 

উত্তর: রিব বুননের দুটি বৈশিষ্ট্য হলো- (i) রিব বুননের ওজন মধ্যম হয় ও (ii) রিব বুননে সুতা আলগা হয়।

  1. সুতি তন্ত্রর মূল উপাদান কি?

উত্তর: সুতি তস্তুর মূল উপাদান তুলা।

  1. কোন বুননে সবচেয়ে বেশি হারনেসের প্রয়োজন হয়? ৯৯%

উত্তর: সাটিন বুননে সবচেয়ে বেশি হারনেসের প্রয়োজন হয়।

  1. জ্যাকার্ড বুনন কী? অথবা, জেকোয়ার্ড বুনানি কী?

উত্তর: জেকোয়ার্ড বুনানি অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। জেকোয়ার্ড পদ্ধতিতে কঠিন কার্যকরী নকশা তৈরি করা হয়। জনৈক ফরাসি ভদ্রলোক জোসেফ জেকোয়ার্ড এই বুনন পদ্ধতি আবিষ্কার করেন। জেকোয়ার্ড বুননে প্রায় চল্লিশটি পর্যন্ত হারনেস থাকে। জেকোয়ার্ডের নামানুসারে এই বুননকে জেকোয়ার্ড বুনন বলে।

  1. তন্তুর রাজা কাকে বলে?

উত্তর: তন্তুর রাজা বলা হয় তুলাকে।

  1. সাইজিং কী? ৯৯%

উত্তর: টানা সুতায় মাড় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োগ করাকে সাইজিং বলে।

  1. বুননে ব্যবহৃত দুই সেট সুতার নাম লেখ। ৯৯%

উত্তর: বুননে ব্যবহৃত দুই সেট সুতার নাম হলো- ওয়ার্প ও ওয়েলফ (Warp and Welf) 1

  1. দেশীয় কাঁচামাল কী কী? ৯৯% 

উত্তর: দেশীয় কাঁচামালগুলো হলো: গাছপালা, নলখাগড়া, ঘাস, তালগাছ ও বেত।

  1. নকশার উপাদানগুলো কী? ৯৯%

উত্তর: নকশার প্রধান উপকরণ হলো- স্থাপত্যিক ব্লু প্রিন্ট, প্রকৌশল অঙ্কন, ব্যবসায়িক প্রক্রিয়া, সার্কিট চিত্র এবং সূচিকর্ম ইত্যাদি।

  1. বিমূর্ত নকশা ক? ৯৯%

উত্তর : যে নকশায় বাহ্যিক সৌন্দর্য ফুটানোর চেষ্টা না করে বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয় তাকে বিমূর্ত নকশা বলে। এই নকশার আকৃতি, গঠন, রং এবং অঙ্গবিন্যাসের কার্যকরী ব্যবহারের ফলে এটা সুনাম অর্জন করতে সক্ষম হয়।

  1. গঠনমূলক নকশা কাকে বলে? 

উত্তর: যে নকশা পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং যে নকশা পোশাকের রং ও চাহিদা অনুযায়ী তৈরি করা হয় তাকে গঠনমূলক নকশা বলা হয়।

  1. প্রাথমিক বর্ণগুলোর নাম লেখ। ৯৯%

উত্তর: প্রাথমিক বর্ণগুলো হলো- লাল, নীল ও হলুদ।

  1. সজ্জামূলক নকশা কী? ৯৯%

উত্তর: যে নকশা বস্তুর সৌন্দর্য্য বর্ধনের জন্য করা হয়, তাকে সজ্জামূলক নকশা বলে।

  1. ছন্দ কাকে বলে? ৯৯%

উত্তর: ছন্দ হচ্ছে বস্ত্র শিল্পের অন্যতম শিল্পনীতি কোনো বস্তুকে প্রাণবন্ত ও গতিশীল করে ছন্দ। গতি এবং পুনরাবৃত্তি হলো ছন্দের বৈশিষ্ট্য।

  1. ব্যক্তির ব্যক্তিত্ব বুঝা যায় কিসে? ৯৯%

উত্তর: তার পোশাক পরিচ্ছদে।

  1. নকশা বলতে কি বুঝ?

উত্তর: কোনো বস্তুর বাহ্যিক আকারকেই নকশা বলে

  1. জমিন কী? ৯৯%

উত্তর: কোনো বস্তুর উপরিভাগের দৃশ্যমান এবং অদৃশ্য গঠনমূলক বিশেষত্বকেই সেই বস্তুর জমিন বলে।

  1. ফ্যাশন পরিবর্তনের প্রধান কারণ কি? ৯৯%

উত্তর: সভ্যতার পরিবর্তন।

  1. মানুষ তার আয়ের কত% পোশাকে ব্যয় করে।

উত্তর: মানুষ তার আয়ের শতকরা ১০-১৫% পোশাকে ব্যয় করে।

  1. শিল্প কত প্রকার? ৯৯%

উত্তর: শিল্পি ৪ প্রকার।

  1. পোশাকে ব্যক্তিত্ব প্রকাশ হল ফ্যাশন- কার উক্তি? ৯৯% 

উত্তর: অধ্যাপক রাশেদুল ইসলাম।




খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):



  • টুইল বুননের বৈশষ্ট্যগুলো লেখ। ৯৯%

  • অথবা, টুইল ও স্যাটিন বুননের বৈশিষ্ট্য আলোচনা কর।

  • সাটিন ও স্যাটিন বুননের মধ্যে মিল ও অমিলগুলো উল্লেখ কর।

অথবা, স্যাটিন ও স্যাটীন বুননের পার্থক্য লেখ।

  • চিত্রসহ স্তূপ বুননের বর্ণনা দাও। ৯৯%

  • বস্ত্র বুননের কৌশলগুলো বর্ণনা কর। ৯৯%

অথবা, বস্ত্র বয়নের ধাপসমূহ বর্ণনা কর।

  • খাদ্য শিল্পে নকশার ব্যবহার দেখাও। ৯৯%

অথবা, পোশাকে নকশার ব্যবহার সম্পর্কে লিখ।

  • গৃহ অলংকরণে নকশার ব্যবহার দেখাও।

  • বস্ত্র ও পোশাকের মধ্যে পার্থক্য কী?

  • বাংলাদেশের আঞ্চলিক সূঁচীকর্ম সম্পর্কে লিখ। ৯৯%

  • পোশাকে কিভাবে ছন্দ তৈরি করা যায়?

  • বুনন শিল্পে নকশার গুরুত্ব লিখ। ৯৯%

অথবা, নকশা কি? বুনন শিল্পে নকশার প্রয়োজনীয়তা আলোচনা কর।

অথবা, বুনন শিল্পে নকশার গুরুত্ব আলোচনা কর।

  • নকশার শ্রেণিবিভাগ কর। ৯৯% অথবা, নকশার শ্রেণিবিভাগ বর্ণনা কর।

  • নকশা পরিবর্তনে প্রভাবিত বিষয়গুলো সম্পর্কে বর্ণনা দাও।

অথবা, নকশা পরিবর্তনে কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে আলোচনা কর 

অথবা, ডিজাইনের সংজ্ঞা দাও। এর পরিবর্তনে কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে

  • ডেনিম ও ব্রোকেট সম্পর্কে লিখ।




গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):



  • আলংকারিক বুনন কি? দুইটি আলংকারিক বুনন সম্পর্কে লিখ।

  • জমিন ও রেখার মধ্যে পার্থক্য লিখ। দৈনন্দিন জীবনে জামিনের প্রয়োজনীয়তা বর্ণনা

  • চিত্রসহ রিব, হেরিং, ডবি ও জাকার্ড বুননের বর্ণনা দাও

  • নকশা তৈরির পূর্বে বস্ত্রে কি ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়? আলোচনা কর।

  • পোশাকের নকশা সৃষ্টিতে নকশার উৎসসমূহ লেখ। ৯৯%

  • আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে নকশার ভূমিকা বর্ণনা কর।।

অথবা, ব্যক্তিগত জীবনে ডিজাইনের প্রভাব ও ভূমিকা ব্যাখ্যা কর।

  • বর্ণচক্র কী? রং কিভাবে পোশাকে বৈচিত্র্য আনে? ব্যাখ্যা কর।৯৯%

  • নকশার বিবর্তন সম্পর্কে লেখ। ৯৯%

অথবা, পোশাকের ডিজাইনের ক্রমবির্বতন আলোচনা কর।

  • রঙের বৈশিষ্ট্যগুলো কীভাবে নকশা পরিবর্তনে সাহায্যে করে।

অথবা, নকশায় পরিবেশের পরিবর্তন আনার জন্য রঙের মানের বিভিন্ন পি

  • প্রাত্যহিক জীবনে স্বাস্থ্যের সাথে পোশাকের সম্পর্ক আলোচনা কর। ৯৯%

  • দৈনন্দিন জীবনে নকশার ব্যবহার বিস্তারিত আলোচনা কর।

অথবা, দৈনন্দিন জীবনে মানুষের মৌলিক প্রয়োজনে নকশার ব্যবহার বর্ণনা কর।

  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পোশাকের নকশা কেমন হওয়া উচিত? বর্ণনা কর। ১৯৪

  • সৌন্দর্য ও কার্যোপযোগিতা বৃদ্ধিতে নকশার নীতির ভূমিকা বর্ণনা কর। 

  • নকশার উৎস সম্পর্কে লেখ। অথবা, পোশাকের নকশা সৃষ্টিতে নকশার উৎসসমূহ লিখ।

  • অঙ্কনের সাহায্যে সাদাসিদে ও টুইল বুনন পদ্ধতি আলোচনা কর। ৯৯%

  • তেরছা বুনন কাকে বলে? তেরছা বুননের প্রকারভেদ অঙ্কনসহ ব্যাখ্যা কর।

অথবা, তেরছা বুনন কাকে' বলে? তেরছা বুননের শ্রেণিবিভাগ কর।

  • বুননের মৌলিক বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে লেখ।

অথবা, মৌলিক বুননগুলোর বৈশিষ্ট্য লিখ।

  • সাদাসিদে বুননের প্রকারভেদ অঙ্কনসহ ব্যাখ্যা কর। ১৯%

অথবা, বুননের সংজ্ঞা দাও। সাদাসিদে বুননের প্রকারভেদ অংকনসহ ব্যাখ্যা কর।

  • তাঁতে বুননের ধাপগুলো বর্ণনা কর। ৯৯%

  • বয়ন শিল্পের ইতিহাস বর্ণনা কর।

অথবা, বয়ন শিল্পের উৎপত্তির ইতিহাস সম্পর্কে যা জান লেখ।


*

إرسال تعليق (0)
أحدث أقدم