জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)]
দর্শন-পঞ্চম পত্র
Subject Code: 131701
(বাংলাদেশ দর্শন)
[ সর্বশেষ চূড়ান্ত সাজেশন
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
বাঙালি কেমন জাতি? ৯৯%
উত্তর: বাঙালি একটি সংকর জাতি।
বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? ৯৯%
উত্তর: গৌতম বৌদ্ধ।
বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?
উত্তর: চারটি।
শ্রীমদ্ভগবদ্গীতা কি? ৯৯%
উত্তর: শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ।
'সুফি' শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: 'আসহাবে-ই-সুফফা' থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে।
শীলভদ্র কে ছিলেন? ৯৯%
উত্তর: শীলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন।
শ্রী চৈতন্য দেব কে? ৯৯% অথবা, শ্রী চৈতন্য গৌড়ীয় কে?
উত্তর: শ্রী চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা।
বাউল শব্দের অর্থ কি? ৯৯%
উত্তর: বাউল শব্দের অর্থ ভাবের পাগল বা প্রেমের পাগল।
বাউল দর্শনের "চারচন্দ্রভেদ" সাধনা কি? ৯৯%
উত্তর: বাউল দর্শনে চারচন্দ্রভেদ সাধনা বলতে রজঃ, শুক্র, মল ও মূত্র এ চার বস্তু গ্রহণ করাকে বোঝায়।
ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে?৯৯%
উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?৯৯%
উত্তর: রাজা রামমোহন রায়।
কোন বাঙালী দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয়? ৯৯%
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।
কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? ১৯৯%
উত্তর: লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?
উত্তর: স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হলো- নরেন্দ্রনাথ।
রেনেসাঁ শব্দটির অর্থ কী?
উত্তর: পুনর্জাগরণ বা নবজাগরণ।
উনিশ শতকে নবজাগরণের পথিকৃত কে?৯৯%
উত্তর: রাজা রামমোহন রায়।
বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? ৯৯%
উত্তর: মুসলিম সাহিত্য সমাজ।
নব্য মানবতাবাদের প্রবক্তা কে?৯৯%
উত্তর: নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম লিখ।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম হলো-১. গীতাঞ্জলি ও ২. বলাকা।
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? ৯৯%
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?৯৯%
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকু
'ধূমকেতু' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?৯৯%
উত্তর: ধূমকেতু পত্রিকা ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম লিখ।৯৯%
উত্তর: কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাস হলো-বাঁধন হারা (১৯২৭) ও মৃত্যুক্ষুধা (১৯৩০)।
কাজী নজরুল ইসলাম কে ছিলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন।
কাজী নজরুল ইসলাম কবে, কোথায় জন্মগ্রহণ করেন
উত্তর: কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখ।৯৯%
উত্তর: ১.অগ্নিবীনা ও ২. বিষের বাঁশি।
কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে?৯৯%
উত্তর: 'মানুষের ধর্ম' গ্রন্থে।
"The Spirit of Islam" গ্রন্থটির লেখক কে?৯৯%
উত্তর: সৈয়দ আমীর আলী।.
আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কী?
উত্তর: আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হলো- ইন্দ্রিয়।
'সত্যের সন্ধানে' কে লিখেছেন?
উত্তর : আরজ আলী মাতুব্বর।
সাহিত্যিকের সাধনা কার লেখা?৯৯%
উত্তর: কাজী আব্দুল ওদুদ (Kazi Abdul Wadud) |
"The Spirit of Islam"- গ্রন্থটি কার লেখা?৯৯%
উত্তর: সৈয়দ আমীর আলীর।
ড. গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়?
উত্তর: গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ হলো ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়।
ড. জি.সি দেব কে ছিলেন?৯৯%অথবা, ড. গোবিন্দ চন্দ্র দেব কে ছিলেন?
উত্তর: ড. গোবিন্দ চন্দ্র দেব ছিলেন একজন সমন্বয়ী ভাববাদী দার্শনিক।
সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন?৯৯%
উত্তর: সমন্বয়ী ভাববাদের কথা বলেছেন ড. গোবিন্দ চন্দ্র দেব (Dr. Gobinda Chandra Dev) 1
বেগম রোকেয়ার একটি বইয়ের নাম লিখ।
উত্তর: বেগম রোকেয়ার একটি বইয়ের নাম হলো-পদ্মরাগ (১৯২৪)।
'সুলতানার স্বপ্ন' বইটি কে লিখেন?৯৯%
উত্তর: বেগম রোকেয়া।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
আবুল হুসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, বুদ্ধির মুক্তি আন্দোলনে আবুল হুসেনের ভূমিকা ব্যাখ্যা কর।
কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়?
রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন বর্ণনা কর।
বুদ্ধির মুক্তি আন্দোলন কাকে বলে?
আরজ আলী মাতুব্বরকে কি দার্শনিক বলা যায়? ব্যাখ্যা কর।
বাউল দর্শন কী? অথবা, বাউল দর্শন বলতে কি বুঝ?
'এই মানুষে সেই মানুষ আছে' বলতে লালন শাহ্ কি বুঝিয়েছেন?
সুফিবাদের চারটি মূলনীতি লিখ।
বৈষ্ণব দর্শন কি? ৯৯% অথবা বৈষ্ণববাদ কাকে বলে?
বাংলাদেশ দর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ।
অথবা, বাঙালির দর্শনের চারটি বৈশিষ্ট্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
বাংলাদেশ দর্শন বলতে কী বুঝ? বাংলাদেশ দর্শনের উৎসসমূহ আলোচনা কর।
অথবা, বাঙালি দর্শন বলতে কি বুঝ? বাঙালি দর্শনের উৎসসমূহ ব্যাখ্যা কর।
বাউল কারা? বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
অথবা, বাউলদের পরিচয় দাও। বাউল দর্শনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
বিজ্ঞান, ধর্ম ও মানবকল্যাণ প্রসঙ্গে আরজ আলী মাতুব্বরের ধারণা ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
ফরায়েজি আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা কর।
অথবা, বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বুঝ? বাংলাদেশ দর্শনে এর ভূমিকা বর্ণনা কর।
বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।৯৯% [
অথবা, ফরায়েজি আন্দোলন প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।
রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আলোচনা কর।
অথবা, সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা কর।
কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর।
অথবা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।
মোহাম্মদ বরকতুল্লাহর দর্শন আলোচনা কর।
অথবা, মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক চিন্তাধারা আলোচনা কর।
মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক মতসমূহ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, আবুল হুসেন দার্শনিক চিন্তাধারার একটি রূপরেখা দাও।
জি.সি. দেবের সমন্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর। জি. সি. দেবের দর্শন আলোচনা কর।
অথবা, গোবিন্দ্র চন্দ্র দেবের দর্শন আলোচনা কর।
নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। ১৯১%
